সাতক্ষীরা

বেতনা বাঁচাও আন্দোলন কমিটির পথ সভা

By daily satkhira

February 27, 2017

নিজস্ব প্রতিবেদক : নদী না বাঁচলে মানুষ বাঁচবে না। মানুষ বাঁচাতে হলে নদীর বিকল্প নেই। নদী না থাকলে পৃথিবীতে মানুষের অস্তিত্ব বিলিন হয়ে যাবে। কিন্তু সুবিধা ভোগী কতিপয় ব্যক্তি স্বার্থের জন্য নদী দখল করে ইটভাটাসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে। তাদের কবল থেকে নদী মুক্ত করে পানি অবাধ চলাচল নিশ্চিত করতে হবে। সোমবার বিকালে লাবসা ইউনিয়নের রাজনগরে নদী বাঁচাও আন্দোলন কমিটির পথসভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন,  বিনেরপোতা এলাকায় বেতনা নদীর চর দখল করে নদীকে চিরতরে বিলিন করার জন্য এ অঞ্চলে গড়ে উঠেছে একাধিক ইটভাটা। অবিলম্বে ওই সব ভাটা মালিকদের কবল থেকে বেতনা নদী মুক্ত করার দাবি জানান বক্তারা। আবিদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন আন্দোলন কমিটির উপদেষ্টা অধ্যক্ষ সুভাষ সরকার, হায়দার আলী শান্ত, এড. আকবর আলী, কেন্দ্রীয় জাসদের সদস্য ওবায়দুস সুলতান বাবলু, সীমান্ত আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান, সহ-সভাপতি মফিজুর রহমান, মানবাধিকার কর্মী ওমর ফারুক, ডা: আনোয়ার হোসেন, অলিউর রহমান, শামসুর রহমান, রবিউল ইসলাম, আবুল হাসান, রুহুল আমিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও বেতনা বাঁচাও আন্দোলন কমিটির সম্পাদক আরিফুল ইসলাম।