সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ভারতে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত

By Daily Satkhira

May 23, 2019

আসাদুজ্জামান: সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় বিজিবি-বিএসএফ এর ব্যাটেলিয়ন অধিনায়ক পর্যায়ের এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ভোমরা সীমান্তের বিপরীতে মেইন পিলার-৩ হতে আনুমানিক ১৫০ গজ দূরে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পে উক্ত পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকটি শেষ হয় দুপুর ১ টায়। দেড় ঘন্টার এই পতাকা বৈঠকে সীমান্তে হত্যা/আহত, মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচারসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়। বিজিবি জানায়, পতাকা বৈঠকে বিজিবির ১১ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন, সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, ৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন, খুলনা বিজিবির সদর সেক্টরের অতিরিক্ত পারিচালক (অপারেশন) মেজর মোঃ আব্দুল হান্নান খান, ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার মুজিবুর রহমান। অন্যদিকে, বিএসএফ এর ১০ সদস্যের নেতৃত্ব দেন বিএসএফ ১৫৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী সুরেন্দ্র সিং। এ সময় তার সাথে ছিলেন, বিএসএফ ৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট হারজিনদার কুমার । বৈঠকের উদ্ধৃতি দিয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, পতাকা বৈঠকে সীমান্তে হত্যা/আহত, মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচারসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষ নিয়ে ফল প্রসু আলোচনা হয়। তিনি আরো জানান, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার বিষয়ে উভয় অধিনায়ক একমত পোষণ করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক শেষ হয়।