সাতক্ষীরা

চাকুরি জাতীয় করনের দাবিতে সাতক্ষীরায় গ্রাম পুলিশদের মানববন্ধন

By daily satkhira

May 23, 2019

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকারের অধীন ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা বাহিনীর গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণির কর্মচারির ন্যায় সমস্কেলে বেতন ও চাকুরী জাতীয় করনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জজকোর্ট চত্বরে মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জি এম কামরুজ্জামান, সহ-সভাপতি আলী হোসেন, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, সদর থানা সভাপতি (ঘোনা) শহীদুল ইসলাম প্রমুখ। স্মারকলিপিতে তারা বলেন, বর্তমানে গ্রাম পুলিশরা যে সামান্য বেতন পায়। তা দিয়ে এই দ্রব্য মূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে সংসার পরিচালনা করা খুবই কষ্টসাধ্য। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দয়ার ভান্ডার। তিনি সু দৃষ্টি দিয়ে সরকারি কর্মচারির ন্যায় জাতীয় বেতন স্কেলে অন্তর্ভূক্ত করলে অসহায় গ্রাম পুলিশরা খেয়ে পরে সুস্থ্যভাবে বেঁচে থাকতে পারেন। সে কারণে অবিলম্বে গ্রাম পুলিশদের দিকে সু-দৃষ্টি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।