সাতক্ষীরা

সাতক্ষীরায় লিগ্যাল এইড শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

By daily satkhira

May 25, 2019

নিজস্ব প্রতিবেদক : কল্যাণকর বাংলাদেশ ও জাতি গঠন বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে লিগ্যাল এইড শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় সদরের ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ফিংড়ী ইউপি চেয়ারম্যান শামছুর রহমান। সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। “বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সহায়তা প্রদান” প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ সালমা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক। সভায় প্রধান অতিথি বলেন,আপনি গরিব হলে সরকার আপনার মামলার ব্যয় বহন করবে। অর্থ না নেই বলে আইনী সহায়তা পাবেন না এটা বর্তমান সরকার হতে দেবে না। যে কোন বিষয়ে লিগ্যাল এইডের মাধ্যমে আইনী পরাশর্ম বা সহায়তা পেতে সাতক্ষীরায় লিগ্যাল এইড সব সময় খোলা থাকে। প্রয়োজনে সেখানে যোগাযোগ করলে সহযোগিতা করা হবে।