SOUTHAMPTON, ENGLAND - MAY 25: Steve Smith of Australia plays a shot as England wicketkeeper Jos Buttler looks on during the ICC Cricket World Cup 2019 Warm Up match between England and Australia at Ageas Bowl on May 25, 2019 in Southampton, England. (Photo by Shaun Botterill/Getty Images)

খেলা

প্রস্তুতি ম্যাচে ফেবারিট ইংল্যান্ডকে ১২ রানে হারাল অস্ট্রেলিয়া

By Daily Satkhira

May 26, 2019

খেলার খবর: বোঝাই যাচ্ছিল না ম্যাচটি মূল লড়াইয়ের প্রস্তুতির মঞ্চ। উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে শেষ পর্যন্ত জয় অস্ট্রেলিয়ার। দারুণ ছন্দে থাকা ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার জোরালো বার্তাই দিলো দলটি।

শনিবার সাউথ্যাম্পটনের দ্য রোজ বলে অস্ট্রেলিয়ার কাছে ১২ রানে হার মানে ইংল্যান্ড। জয়ের জন্য ২৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮৫ রানে থেমে যায় দলটির রানের চাকা।

জেমন ভিন্স (৬৪), জস বাটলারের (৫২) অর্ধশতক ও ক্রিস ওকসের (৪০) দাপুটে ব্যাটিংয়ে জয়ের দিকেই এগুচ্ছিল ইংল্যান্ড। কিন্তু শেষ ওভারে আর পেরে উঠলো না তারা। নয় নম্বরে নামা লিয়াম প্লাঙ্কেট (১৯) উইকেট ছাড়া হতেই শেষ হয়ে যায় ইংলিশদের জয়ের সম্ভাবনা। অল-আউট হতে হয় তিন বল বাকি থাকতেই।

এর আগে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৯৭ রানের সংগ্রহ দাঁড় করায় টসে হেরে প্রথমে ব্যাটিং করা অস্ট্রেলিয়া। ১১৬ রান করেন নিষেধাজ্ঞার কারণে দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা স্টিভেন স্মিথ। তার ১০২ বলের ইনিংসটিতে রয়েছে আটটি চার ও তিনটি ছক্কার মার!

সাত রানের জন্য অর্ধশতক বঞ্চিত হয়েছেন সমান সময়ের নিষেধাজ্ঞা থেকে ফেরা ওপেনার ডেভিড ওয়ার্নার। তার ৫৫ বলের ৪৩ রানের ইনিংসটিতে রয়েছে পাঁচটি চারের মার। অন্যদের মধ্যে শন মার্শ ৩০, উসমান খাওয়াজা ৩১ ও অ্যালেক্স কারেই ৩০ রান করেন।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৬৯ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার লিয়াম প্লাঙ্কেট। একটি করে উইকেট নেন মার্ক উড, কারেন ও লিয়াম ডসন।

একই ভেন্যুতে সোমবার অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। একই দিন লন্ডনের কেনিংটন ওভালে আফগানিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড।