সাতক্ষীরা

পরিবহন শ্রমিকদের কর্ম বিরতিতে অচল ভোমরা বন্দর : কোটি টাকার ক্ষতি

By Daily Satkhira

February 28, 2017

সাতক্ষীরা সংবাদদাতা : খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার হলেও নতুন করে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে ভোমরা স্থল বন্দর তৃতীয় দিনের মত অচল হয়ে পড়েছে। সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরের আমদানিকৃত শতাধিক কাঁচা মাল ভর্তি ট্রাকসহ ৫ শতাধিক বিভিন্ন পণ্যবাহী ট্রাক এখনও আটকা পড়ে আছে। এতে বন্দরের আমদানিকৃত কোটি কোটি টাকার পণ্য নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে কাাঁচা মালবাহী পণ্য পিয়াজ, কমলা লেবু, আপেল, আঙ্গুরসহ বিভিন্ন ধরনের ফল আমদানিকারকরা পড়েছে চরম বিপাকে । ধর্মঘটের কারণে বন্দরে মাল খালাসের জন্য একটি ট্রাক থেকে অন্য ট্রাকে লোডিং আন লোডিং না হওয়ায় তিন হাজারের মত শ্রমিকের কাজ বন্ধ হয়ে গেছে। ফলে তিন দিনে মানবেতর জীবন করছে শ্রমিকরা।

ভেমরা সিএন্ডএফের সেক্রেটারি মোস্তাফিজুর রহমান নাছিম জানান, পরিবহন ধর্মঘট ও পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে কার্যত অচল হয়ে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। গত তিন দিনে শতকোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে আমদানি-রপ্তনিকারকরা।

এছাড়া জেলা শহর থেকে খুলনা ও যশোর রুটে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারন যাত্রিরা।