তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলা ও মোবারকনগর বাজারে রবিবার (২৬ মে) বেলা ১১ টায় অভিযান চালিয়ে খাওয়ার অনুপোযোগি খাদ্য সামগ্রী জব্দ করে নলতা ইউনিয়ন পরিষদ চত্তরে নষ্ট করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আব্দুস সোবহান জানান, বিএসটিআই- এর পরীক্ষায় নি¤œমানের হওয়ায় ৫২ টি পণ্য জরুরি ভিত্তিতে উদপাদন, প্রক্রিয়াকরণ, মজুদ, পরিবহন, পরিবেশন, সরবরাহ, ক্রয়-বিক্রয় বন্ধ এবং বাজার হতে প্রত্যাহর ও জব্দকরণে মহামন্য হাইকোর্টের রীটপিটিশন নং- ৫৩৫০/২০১৯ এর ১২ মে আদেশ অনুযায়ী তিনি সহযোগি শাহিন হোসেনকে নিয়ে রবিবার নলতা হাটখোলার হেমন্ত পাল, বিমল, রব্বানি, লক্ষণ, রাজ্জাক, এবাদুল ও মোবাবরনগর বাজারের ইদ্রিস, রবিউল, দেবু, মোশারফ হোসেননের মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান সোয়াবিন তেল, সরিশার তেল, নুডুলস্, জুস, হলুদ গুড়াসহ বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে নলতা ইউনিয়ন পরিষদ চত্তরে নষ্ট করা হয়েছে। এসময় উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আব্দুস সোবহানসহ উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার ডাঃ শংকর কুমার, ইউপি সদস্য মোঃ আশরাফ উদ্দিন খান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের শিমুল দাশ উপস্থিত ছিলেন।