সাতক্ষীরা

সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতারে বিভিন্ন পেশার মানুষের মিলন মেলা

By Daily Satkhira

May 27, 2019

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবে রবিবার, ২০ রমজান ইফতার মাহফিল উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলন মেলা বসেছিল। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে ইফতারে অংশ নেন।

প্রেসক্লাবের শহীদ স. ম আলাউদ্দীন মিলনায়তন, তিন তলার মিলনায়তন, নিচতলার হলরুম, ইসি রুম, বিশ্রাম কক্ষসহ প্রেসক্লাব চত্তর সর্বত্র ছিল আগত অতিথি আর সাংবাদিকদের মিলন মেলা। প্রেসক্লাবের বৃহত্তম আর সব শ্রেণি সব পেশা সর্বোপরি অসাম্প্রদায়িকতার উজ্জ্বল আলোক আভার বিচ্ছুরণ এর দ্রুতি ছড়াচ্ছিল উপস্থিত জনমানবদের মাঝে, সম্প্রীতি, সহাবস্থান, ধর্মপালন, ধর্ম যার যার ইফতার সবার প্রেসক্লাবের এমন দৃষ্টিভঙ্গি বলে দিচ্ছিল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার আয়োজন আলো ঝলমল মানবতার প্রতিবিম্ব।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, বিজিবি সিও লে. কর্নেল গোলাম মোহাম্মদ মহিউদ্দীন খন্দকার, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. হাবিবুর রহমান, বিজিবি মেজর আবুল ফজল, ডা. আবতাবুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, পৌর মেয়র তাছকিন আহমেদ চিশতি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, জেলা কারাগারের সুপার মো. আবু জাহেদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, জেলা কলেজ শিক্ষক সমিতির সম্পাদক মোবাশ্বেরুল হক জ্যোতি, সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক শফিকুর রহমান পরাগ, সাতক্ষীরা সদর থানা ওসি মোস্তাফিজুর রহমান।

ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, এরপূর্বে অতিথিদের প্রেসক্লাব চত্তরে স্বাগত জানান, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পীসহ সাংবাদিকরা। অতিথিদের সাথে সাংবাদিকদের মধ্যে উপস্থিত থেকে ইফতারে অংশ নেন দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, প্রাক্তন সভাপতি সুভাষ চৌধুরী, সিনিয়র সাংবাদিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, প্রাক্তন সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি অধ্যক্ষ আশেকই এলাহী, প্রাক্তন সম্পাদক মো. আব্দুল বারী, মোহাম্মাদ আলী সুজন, কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, যুগের বার্তার সম্পাদক আবু নাসের মো. আবু সাঈদ, মুক্তিযোদ্ধা সাংবাদিক আবাদুল ওয়াজেদ কচি, দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল¬্যা, গোলাম সরোয়ার, জিল¬ুর রহমান, কামরুল হাসান, আব্দুস সামাদ, ড. দিলীপ কুমার দেব, কাজী শওকত হোসেন ময়না, আব্দুল গফুর সরদার প্রমুখ। দেশ জাতির উন্নয়নে সাতক্ষীরা সামগ্রীক কল্যাণে প্রেসক্লাবের সদস্যদের এবং উপস্থিত সকলের জন্য মোনাজাত ও দোয়া কামনা করা হয়।