সাতক্ষীরা

কৃষকদের নিকট থেকে ধান ক্রয়ের দাবিতে জাতীয় কৃষক সমিতির স্মারকলিপি

By daily satkhira

May 27, 2019

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় কৃষক সমিতির পক্ষ থেকে সাতক্ষীরায় ইউনিয়নে কেন্দ্র খুলে সরাসরি খোদ কৃষকদের নিকট থেকে ধান ক্রয়ের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জাতীয় কৃষক সমিতির সভাপতি সাবীর হোসেন, সাধারণ সম্পাদক ময়নুল হাসান, প্রকৌশলী আবেদুর রহমান, এড. ফাহিমুল হক কিসলু, স্বপন কুমার শীল প্রমুখ। স্মারকলিপিতে বলা হয়েছে, মধ্যস্বত্বভোগীদের স্বার্থে নয় সরকারি উদ্যোগে কৃষকদের স্বার্থে বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রতিটি কৃষিপণ্যের লাভজনক মূল্য কৃষি বিভাগ থেকে নির্ধারণ করতে হবে। এরজন্য সরকারি ভাবে স্থায়ী মূল্য কমিশন গঠন করতে হবে। ইউনিয়নে কেন্দ্র খুলে খোদ কৃষকদের নিকট থেকে ধান,গম পাট ক্রয় করতে হবে।