সাতক্ষীরা

কাঁচা আম পেড়ে জেলে গেলেন বৃদ্ধ জয়নাল

By daily satkhira

May 27, 2019

নিজস্ব প্রতিবেদক : নিজ বাগানের কাঁচা আম পাড়তে গিয়ে জেলে গেলেন ৫৫ বছরের কৃষক জয়নাল আবেদিন। তাকে তিন দিনের বিনা শ্রম কারাদ- ও ২০০ টাকা জরিমানা অনাদায়ে চারদিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার এ ঘটনা ঘটে সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে। এ সময় দশ মণ কাঁচা আ¤্রপালি জাতের আম জব্দ করা হয়। সদর উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন জানান জয়নাল (৫৫) তার বাগান থেকে আজ সকালে বিপুল পরিমাণ কাঁচা আ¤্রপালি জাতের আম পেড়ে তা ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠিয়েছেন। এ খবর পেয়ে তিনি সেখানে পৌছে তাকে আবারও কাঁচা আম পাড়তে দেখেন। তিনি জানান আ¤্রপালি জতের আম আগামি ৮ জুন থেকে পাড়ার কথা। তার আগেই এ আম পেড়ে তিনি প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করেছেন। পাশাপাশি কাঁচা আম বাজারজাত করে ক্রেতা সাধারনের সাথে প্রতারণা করেছেন। আমজাদ হোসেন জানান এসব অভিযোগে ভ্রাম্যমান আদালতের বিচারক সাতক্ষীরার এসি (ল্যান্ড) রনি আলম নুর জয়নালকে তিনদিনের বিনা শ্রম কারাদন্ড দেন। একই সাথে ২০০ টাকা জরমানা অনাদায়ে চার দিনের কারাদন্ড দেন।