সাতক্ষীরা

সাতক্ষীরায় ধান-চাল সংগ্রহ নিয়ে ডিসি ফুডের সাথে নাগরিক মঞ্চের মতবিনিময়

By daily satkhira

May 27, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সরকারের ধান-চাল সংগ্রহের সার্বিক পরিস্থিতি ও কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি এবং কোন প্রকার হয়রানি ছাড়া ধান বিক্রয়ের বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রনের সাথে নাগরিক আন্দোলণ মঞ্চ সাতক্ষীরার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপ খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো: জাকির হোসেনের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাগরিক আন্দোলণ মঞ্চ সাতক্ষীরার সভাপতি এড. ফাহিমুল হক কিসলু, সহ-সভাপতি প্রকৌশলী আবেদুর রহমান, এড. ওসমান গণি, নির্বাহী সদস্য কল্যাণ ব্যাণার্জী, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক এম. বেলাল হোসাইন প্রমুখ। এসময় সরকারের পক্ষ থেকে কোন প্রকার হয়রানি ছাড়া এবং সরাসরি কৃষকদের মাধ্যমে ধান-চাল সংগ্রহের অনুরোধ জানানো হয় নাগরিক আন্দোলন মঞ্চের পক্ষ থেকে। এছাড়া খাদ্য গুদামে যাতে কোন প্রকার দালাল প্রশ্রায় না পায় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হলে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপ খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো: জাকির হোসেনের ব্যবস্থা গ্রহনের আশ^াস দেন।