ফিচার

সাতক্ষীরার দেবহাটায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

By Daily Satkhira

May 28, 2019

আসাদুজ্জামান: সাতক্ষীরার দেবহাটায় পুকুরের পানিতে ডুবে ৬ বছরের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরের ঘের এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হল, নাজিরের ঘের এলাকার আনারুল ইসলামের কন্যা ঐশি (৬) ও একই এলাকার সাগর হোসেনের কন্যা মিম (৬)। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, শিশুদ্বয় তাদের বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করার সময় হঠাৎ অসাবধান বশতঃ পানিতে পড়ে যায়। অনেক খোঁজা খুঁজির এক পর্যায়ে তাদের স্বজনরা পুকুরের পানি থেকে তাদের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেন। এদিকে, দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।