সাতক্ষীরা

সাতক্ষীরায় মায়েদের স্বাস্থ্য সচেতনতায় র‌্যালি ও আলোচনা

By Daily Satkhira

May 28, 2019

নিজস্ব প্রতিবেদক: মেয়েদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। একজন মেয়ে মা হবার আগে ও পরে তার মাসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন না থাকলে তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। এ জন্য প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। মঙ্গলবার সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে হোপ ফর দ্য বেস্ট এর আয়োজনে মেয়েদের স্বাস্থ্য বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ফারাহ দীবা খান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, ডা. মাহফুজা আক্তার, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক নাজমুন নাহার, অধ্যক্ষ আশেক ই এলাহি, প্রধান শিক্ষক সমরেশ দাস, হোপ ফর দ্য বেস্ট এর মৃণাল কুমার সরকার, মহিলা পরিষদ সম্পাদক জোসনা দত্ত, ফরিদা আক্তার বিউটি , মাহফুজা পারভিন প্রমূখ। বক্তারা বলেন নারীর স্বাস্থ্যের সাথে সন্তানের স্বাস্থ্যের সংযোগ রয়েছে। মায়ের স্বাস্থ্যের ওপর সন্তানের ভবিষ্যত স্বাস্থ্য নির্ভর করে উল্লেখ করে তারা বলেন এজন্য মায়েদের সচেতন হতে হবে। এসব বিষয়ে পরিচ্ছন্নতার ওপরও জোর দেন তারা। এর আগে এক র‌্যালি বের হয়। এতে অন্যান্যদের মধ্যে স্কুল কলেজের ছাত্রীরাও অংশ নেন।