সাতক্ষীরা

সোনা চোরাচালান সংক্রান্ত সংবাদে নিজেদের নাম দেখে হতাশ এড. চঞ্চল ও জাপা নেতা বিপুল

By Daily Satkhira

September 05, 2016

নিজস্ব প্রতিবেদক: সোনা চোরাচারানী মিলনের সাথে নূন্যতম সম্পর্ক তো দূরের কথা তার সাথে পরিচয়ও নেই উল্লেখ করে পত্রিকায় প্রকাশিত সংবাদে প্রচ- হতাশা ব্যক্ত করেছেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট চঞ্চল ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা প্রকাশিত সংবাদে নিজেদের নাম জড়ানোয় বিস্ময় প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট চঞ্চল। লিখিত বক্তব্যে বলা হয়, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট চঞ্চল ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক, ক্লিনিক ব্যবসায়ী শেখ শরিফুজ্জামান পরস্পর বন্ধু। বিগত ইউপি নির্বাচনে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ শরিফুজ্জামান বাশদহা ইউনিয়নের চেয়ানম্যান প্রার্থী হিসেবে ভোটে দাড়ান। বন্ধু হিসেবে অ্যাডভোকেট চঞ্চল তার নির্বাচনী প্রচার প্রচারণায় সক্রিয় ছিলেন। এতে স্থানীয় কুচক্রী মহল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, যার অংশ হিসেবে সম্প্রতি পত্রিকায় সোনা চোরাচারানী মিলনের নামে প্রকাশিত সংবাদে তাদের নাম জড়ানো হয়েছে। অথচ সোনা চোরাচারানী মিলনের সাথে তাদের ন্যূনতম সম্পর্ক তো দূরের কথা পরিচয়ও নেই। সংবাদ সম্মেলনে তারা যেন হয়রানির শিকার না হন সেজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।