কালিগঞ্জ

নলতা হাটখোলায় মরা পোল্ট্রি মুরগির মাংস নষ্ট

By daily satkhira

May 28, 2019

তরিকুল ইসলাম লাভলু : ১০ কেজি মরা পোল্ট্রি মুরগি জবাই করে মাংশ বিক্রির করার সমায় মাংশ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ মে) সকাল ৯টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলায় আব্দুল করিমের পোল্ট্রির দোকানে। ঘটনার বিবরণে নলতা হাট ও দোকান মালিক কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্জ ইকবল হোসেন ও সাংগঠনিক সম্পাদক লাভলু আক্তার জানান, আব্দুল অহেদ আলী নামের এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে জানতে পারেন নলতা হাটখোলার পোল্ট্রি মুরগি ব্যবসায়ী আব্দুল করিম ১০ কেজি মরা পোল্ট্রি মুরগি জবাই করে মাংশ বিক্রির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে সরেজমিনে যেয়ে শোনাবোঝা করার পর বিষয়টি কালিগঞ্জ উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আব্দুস সোবহানকে জানানোর পর মাংশগুলো নষ্ট করা হয়েছে। এবং আগামীতে যেন এধরনের কাজ না করে সেজন্য হুশিয়ারী করা হয়েছে। এব্যাপারে জানতে চাইলে কালিগঞ্জ উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আব্দুস সোবহান জানান, অভিযোগ পাওয়ার পর হাট ও দোকান মালিক কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্জ ইকবল হোসেন নিষেধ করায় আমি সেখানে যাইনি। অভিযুক্ত ব্যবসায়ী আব্দুল করিম তার মুরগিগুলো মরা ছিলো না বলে দাবি করেন। এদিকে অহেদ আলী, গিয়াসউদ্দীন, ফজর আলী, ফজলুর রহমানসহ স্থানীয়রা বলেন, পবিত্র রমজান মাসে মরা মুরগি জবাই করে মাংশ বিক্রি করার চেষ্টাকারী ব্যবসায়ী আব্দুল করিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নানিয়ে শুধুমাত্র মাংশগুলো নষ্ট করা হয়েছে। এটা কোন সঠিক বিচার হয়নি। তাই তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।