দেবহাটা ব্যুরো : দেবহাটায় প্রতিবন্ধীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্প ফেজ-২’র আওতায় দেবহাটায় প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮মে) ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে বেসরকারী সংস্থা ডিআরআরএ’র আয়োজনে আস্টেলিয়ান এইডের সহযোগীতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণাব কুমার মল্লিক, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানভীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম প্রমুখ। অনুষ্ঠিত সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ তুলে ধরেন ডিআরআরএ’র জেলা ম্যানেজার আবুল হোসেন। উপস্থিত ছিলেন কমিউনিটি মবিলাইজার করবী স্বর্ণকার, এমআইএস অফিসার আরিফুল ইসলাম, ডিপিও সদস্য সাবিয়া সুলতানা, আসের আলী, শিখা, মুকুল হোসেন প্রমুখ। সভায় সংস্থাটির পক্ষ থেকে সখিপুর হাসপাতাল এখন প্রতিবন্ধী বান্ধব এবং প্রতিবন্ধীদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। তাছাড়া চলতি বছরে বিভিন্ন সেবা ও অর্জন নিয়ে অলোচনা করা হয়। সভায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সমাজসেবা দপ্তর, স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে বাংলাদেশের মডেল উপজেলা হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।