বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, নিঃশর্ত মুক্তি এবং দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা কামাননগররস্থ লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু। জেলা যুব দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল ও যুগ্ম সম্পাদক আলী শাহিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, আব্দুল আলিম চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, আফসার আলী, শের আলী, গোলাম ফারুক বাবু, আব্দুস সামাদ, মহিউদ্দীন সিদ্দিকী। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা হাসান শাহরিয়ার রিপন, কাউন্সিলর শফিকুল আলম বাবু, দেবহাটা যুবদলের সভাপতি গোলাম ফারুক বাবু, মোঃ আব্দুল হাবিব মন্টু, শ্যামনগর যুবদলের সভাপতি আজিবর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলু, কালিগঞ্জ যুবদলের সভাপতি ডাঃ শফিকুল আলম বাবু, সুমন রহমান, জেলা মহিলা দলের আহবায়ক ফরিদা আক্তার বিউটি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহমেদ মানিক, আনারুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সালাউদ্দীন লিটন, আব্দুর রউফ রাজা, কাউন্সিলর শাহিনুর রহমানসহ জেলা, পৌর ও থানার বিএনপির ও যুবদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমানে বাংলাদেশ গণতন্ত্র নেই। যে কারণে বিএনপির চেয়ারম্যান আজ কারারুদ্ধ। আজ আমাদের মনে ঈদের আনন্দ নেই। গণতন্ত্র পূনরুদ্ধারে যুবদলের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। ঐক্য প্রতিষ্ঠিত করতে গেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিপকল্প নেই। তাকে মুক্তির জন্য সকলকে রাজপথে থাকার আহবান জানাচ্ছি।