দেবহাটা

সাতক্ষীরাতে আর কখনো কালো অধ্যায় সৃষ্টি হবে না- পুলিশ সুপার সাজ্জাদুর রহমান

By Daily Satkhira

May 30, 2019

কে. এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: ২০১৩ সালের মতো সাতক্ষীরাতে আর কখনো কালো অধ্যায় সৃষ্টি হবেনা। যদি কোন ব্যাক্তি বা গোষ্ঠী সাতক্ষীরাতে ফের অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে কঠোর হাতে দমন করবে পুলিশ। পুলিশ জনতা ভাই ভাই, অপরাধের ঠাই নাই’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহষ্পতিবার সকাল ১১ টায় দেবহাটা থানার আয়োজনে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বিপিএম উপরোক্ত কথাগুলো বলেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে এবং থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরীর সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। প্রধান অতিথি, সাতক্ষীরাকে মাদক-জঙ্গীবাদ সহ অপরাধমুক্ত করতে সকল শ্রেনী পেশার মানুষকে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের নানামুখী পদক্ষেপ ও চলমান অভিযানের কারনে পুর্বের তুলনায় সাতক্ষীরাতে মাদক ও জঙ্গীবাদ অনেকটাই কমেছে। তবে সাধারন মানুষের সহযোগীতা ছাড়া কেবলমাত্র পুলিশ বাহিনীর পক্ষে পুরোপুরি অপরাধ নিয়ন্ত্রন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। যারা অদ্যবধি মাদক কিংবা অন্যান্য অপরাধের সাথে সম্পৃক্ত তাদের সম্পর্কে পুলিশকে সুনির্দিষ্ট তথ্য দিতে তিনি সাধারন মানুষকে অনুরোধ জানান। যদি পুলিশ বাহিনীর কোন সদস্যও এধরনের অপকর্মে যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ সুপার সতর্ক করে দেন। এসময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সহকারী কমিশনার আব্দুল মালেক, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এএইচ সোহাগ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া এসময় দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, এসআই এসআই হেকমত আলী, এসআই মুনিরুল ইসলাম, এসআই প্রদীপ কুমার, এসআই জসীম উদ্দীন, এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই দরবেশ ফকির, এএসআই রোকনুজ্জামান খান সহ সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারন মানুষ চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন।