জাতীয়

গাবতলীতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে নিহত ১

By Daily Satkhira

March 01, 2017

আদালতের রায়কে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটে বুধবার সকালে রাজধানীর গাবতলীতে পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গুলিবিদ্ধ ওই শ্রমিককে হাসপাতালে নেয়ার পথে মারা যায় বলে কয়েকটি গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। নিহতের নাম শাহ আলম। তার বাড়ি রাজবাড়ী জেলায়।

ঘটনাস্থলে উপস্থিত এক প্রতিবেদক জানিয়েছেন, এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় রিকশা করে মাজার রোডে অবস্থিত সেলিনা ক্লিনিকে নিয়ে যেতে দেখা গেছে।

এ বিষয়ে ডিএমপির যুগ্ম-কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, ‘গাবতলীতে একজন শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে ঠিক কীভাবে ওই শ্রমিক নিহত হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারিনি আমরা।’ মৃতদেহের ময়নাতদন্তের পর এ বিষয়ে পরিষ্কার জানা যাবে বলে জানান তিনি।

ঘটনার সময় উপস্থিত আলোকচিত্রী নাসিরুল ইসলাম বলেন, “গুলিবিদ্ধ ওই ব্যক্তি একটি বাসের চালক। গাবতলীতে খালেক পরিবহনের নিজস্ব টার্মিনালের গলিতে তিনি গুলিবিদ্ধ হন।”