মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। সমন্বয় সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. মনিরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. এফ. এম এহতেশামূল হক, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ, এন.এস.আই’র সহকারী পরিচালক আনিসুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাতক্ষীরা উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, এল.জিইডি’র নির্বাহী প্রকৌশলী এস.এম শাহেদুর রহিম, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান, পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিক, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের আলী, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা চেয়ারম্যান শেখ ফিরোজ আহম্মেদ স্বপন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ অহেদুজ্জামান, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদী, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, বি আর টি এ’র তানভীর আহমেদ চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা ইসলাম, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, জেলা সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মূখার্জী, জেলা তথ্য অফিসার সিরাজুল হক মল্লিক, জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় বিভিন্ন বিভাগীয়, উন্নয়ন এবং ইনোভেটিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং জেলার জলাবদ্ধতা দূরীকরণ, সাতক্ষীরা পৌর সভার পানির প্লান কাজের দ্রুত করণ, বিদ্যুৎ সরবরাহ, রাস্তা ঘাট সংস্কারসহ প্রধান প্রধান সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় সাতক্ষীরা জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।