সাতক্ষীরা

সাতক্ষীরা পুলিশের পুলিশ মেমোরিয়াল ‘ডে’ পালন

By Daily Satkhira

March 02, 2017

প্রেস বিজ্ঞপ্তি : কর্তব্য পালনকালে আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের স্মরণে সাতক্ষীরা জেলায় পুলিশ মেমোরিয়াল ‘ডে’ পালিত হয়েছে। বুধবার সকালে পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে পুলিশ মেমোরিয়াল ‘ডে’ এর কর্মসূচি শুরু হয়। অস্থায়ী শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. আলতাফ হোসেন পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব কে. এম আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সার্কেল) মেরিনা পারভীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ আতিকুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মির্জা সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোঃ ইয়াছিন আলী, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ মিজানুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আলী আহমেদ হাসমী, টিআই, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, শহর ও যানবাহন শাখা তপন কুমার, জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্য জিএম ওমর ফারুকের পরিবারের সদস্যবর্গ। অনুষ্ঠানে পুলিশ সদস্য জিএম ওমর ফারুকের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। জিএম ওমর ফারুকের পরিবারের পক্ষে তার বাবা আহম্মদ আলী গাজী, মাতা মোছাঃ মর্জিনা বেগম, সহোদর জি.এম আলী আকবর ও নিহতের একমাত্র কন্যা জান্নাতুল ফেরদৌস সন্মাননা ও পুরস্কার গ্রহণ করেন। উল্লেখ্য পুলিশ সদস্য জিএম ওমর ফারুক গত ৩ মার্চ ২০১৩ তারিখে ঝিনাইদহ জেলার হরিণাকু- থানায় কর্মরত থাকাকালে জামাত-শিবিরের নৃশংস হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে। পুলিশ হেডকোয়ার্টার্সের নিদের্শনা মোতাবেক কর্তব্য পালনকালে আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের স্মরণে এবছর ১ মার্চ সারা দেশে পুলিশ মেমোরিয়াল ‘ডে’ পালিত হচ্ছে।