আজকের সেরা

সাতক্ষীরায় মিথ্যা মামলায় স্বেচ্ছাকারাবরণের দাবিতে থানায় সাংবাদিক নেতৃবৃন্দ

By Daily Satkhira

June 03, 2019

নিজস্ব প্রতিবেদক: মিথ্যা মামলায় স্বেচ্ছায় কারাবরণের দাবিতে সদর থানায় দুপুর থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২১ জন সিনিয়র সাংবাদিক। বেলা তিনটার দিকে তারা সদর থানার ভেতরের ফটকের সামনে এ অবস্থান নেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ বলেন, গত ৩০ মে প্রেসক্লাবের বহিস্কৃত ৪ সদস্যের নেতৃত্বে শতাধিক বহিরাগত সন্ত্রাসী রড,হকিস্টিকসহ দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সিনিয়র সাংবাদিকদেও ওপর হামলা চালায়। এতে তিনি ও সাধারণ সম্পাদকসহ ১০জন সিনিয়র সাংবাদিক গুরুতর আহত হন। এঘটনায় ২৪জনকে আসামী করে সদর থানায় একটি মামলা করা হয়। অথচ পুলিশ এ মামলায় কাউকে গ্রেপ্তার করেনি । বরঞ্চ হামলাকারি বহিরাগত সন্ত্রাসী মনিরুজ্জামান তুহিন বাদি হয়ে ০২জুন প্রেসক্লাবের সিনিয়র ২১ জন সাংবাদিকের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। পুলিশ সেই মামলা রেকর্ডও করেছে। তাই মিথ্যা মামলায় স্বেচ্ছায় কারাবরণের জন্য সাংবাদিকরা থানায় হাজির হয়েছেন।