সাতক্ষীরা

সাংবাদিক শেখ শরিফুল ইসলামকে হত্যার হুমকি দিয়ে চিঠি

By Daily Satkhira

March 02, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা ও অনলাইন নিউজপোর্টাল ডেইলি সাতক্ষীরা’র বিশেষ প্রতিনিধি শেখ শরিফুল ইসলামকে হত্যার হুমকি দিয়ে চিঠি প্রদান করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে ডাকযোগে এ চিঠি প্রদান করা হয়। এ ব্যাপারে তিনি সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন। যার নং-১৮। তারিখ-০১.০৩.২০১৭। তিনি তার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন, চলতি বছরের ১৯ জানুয়ারি দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকায় “এনসিটিবি এর অনুমোদনহীন বই বাজারজাত করতে মরিয়া শিক্ষক সমিতির নেতৃবৃন্দ” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। পরবর্তীতে সেই খবর আরো কিছু স্থানীয় ও আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হয়। উল্লিখিত খবরের পরিপ্রেক্ষিতে গত ১৯ জানুয়ারি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন অসাধু বই ব্যবসায়ীদের কার্যক্রম বন্ধ ও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ প্রদান করেন। উক্ত নির্দেশ প্রকাশিত হওয়ার পর শহরের পপুলার লাইব্রেরির স্বত্বাধিকারী ছফিউল্লাহ ভুইয়া, জনতা লাইব্রেরির স্বত্ত্বাধিকারী মিলন আহমেদ, সাতক্ষীরা বুক হাউসের স্বত্বাধিকারী নাছির উদ্দীন ভুইয়া, বই সাগরের স্বত্বাধিকারী আব্দুর রশিদ আমার নামে পর পর দুটি চিঠি বেনামিতে প্রেরণ করেছেন। উক্ত চিঠিতে আমাকে হত্যা, গুমসহ নানাবিধ হুমকি-ধামকি প্রদান করেন। শেখ শরিফুল ইসলাম তার সাধারণ ডায়েরিতে আরো উল্লেখ করেছেন, “এমতাবস্থায় আমি আশঙ্কা করছি উল্লিখিত বই ব্যবসায়ীরা আমাকে যেকোন সময় যেকোন মুহুর্তে মারাতœক ক্ষতি সাধন করতে পারে।” আর এই ক্ষতিসাধন থেকে রক্ষা পেতে তিনি সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ব্যাপারে শেখ শরিফুল ইসলাম জানান, “এনসিটিবি এর অনুমোদনহীন বই নিয়ে এর আগেও খবর প্রকাশিত হলে পপুলার লাইব্রেরির স্বত্বাধীকারী ছফিউল্লাহ ভুইয়া, জনতা লাইব্রেরিরর স্বত্বাধীকারী মিলন আহমেদ, সাতক্ষীরা বুক হাউসের স্বত্বাধীকারী নাছির উদ্দীন ভুইয়া, বই সাগরের স্বত্বাধীকারী আব্দুর রশিদ সিন্ডিকেটের গাত্রদাহ শুরু হয়। তারা এনিয়ে আমাকে অনেকবার হুমকিও প্রদান করেছেন। তারা আমাকে বলেছেন, প্রশাসনকে ম্যানেজ করেই আমরা এগুলো করি। আমাদের বিরুদ্ধে লিখেও তুই কিছু করতে পারবিনা।”