আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কাদাকাটিতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। জানাগেছে, ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া গ্রামের আফছার আলী খাঁ এর ছেলে সাইদুর রহমান লিটুর বসত ঘরের সামনের দরজার নিচের মাটি খুঁড়ে ঘরে প্রবেশ করে সংঘবদ্ধ চোরেরা আলমারীতে থাকা ২টি স্বর্ণের আংটি যার মূল্য আনুমানিক ২৪ হাজার টাকা, ১টি স্বর্ণের চেইন যার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা, নগত ৪১ হাজার টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার পরে পূনারায় সোকেচের ভিতরের ছোট ড্রয়ারের তালা ভাঙ্গতে থাকলে ঘরে ঘুমিয়ে থাকা তার স্ত্রী ময়না খাতুন এর ঘুম ভেঙ্গে যায়। তাৎক্ষনিক সে চিৎকার দিলে সংঘবদ্ধ চোরেরা উক্ত মালামাল সহ দৌড়ে পালিয়ে যায়। সাইদুর রহমান লিটুর স্ত্রী ময়না খাতুনের দাবী তিনি তিনজনকে পালিয়ে যেতে দেখেছেন এবং তার মধ্যে একজনকে চিনতে পেরেছেন। সাইদুর রহমান লিটুর ভাই তরিকুল ইসলাম জানান, আমি ও আমার ভাই মৎস্য ঘেরে থাকার সুযোগে আমাদের সাথে যাদের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ চলছে তারা এ ঘটনাটি ঘটিয়েছে। এব্যাপারে আশাশুনি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।