জাতীয়

চাঁদ দেখা কমিটির নতুন সিদ্ধান্ত, কাল বুধবার ঈদ

By Daily Satkhira

June 04, 2019

দেশের খবর: দেশের আকাশে মঙ্গলবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর বুধবারেই উদযাপিত হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় বৃহস্পতিবার ঈদুল ফিতর পালিত হবে বলে জানানো হয়। পরে রাত ১১টার দিকে পুনরায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে চাঁদ দেখা গেছে এবং বুধবারেই ঈদ পালিত হবে বলে জানানো হয়।

ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ পুনরায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। এসময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম প্রমুখ।

সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪০ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে রমজান মাসের ২৯ দিন পূর্ণ হচ্ছে। বুধবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

এবার পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল ৪-৬ জুন।