খেলা

ভালো শুরুর পর সৌম্য-তামিম আউট, বাংলাদেশ ৬০/২

By Daily Satkhira

June 05, 2019

খেলার খবর: ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের স্কোর ১৩.২ ওভারে শেষে ৬০/২।

ম্যাট হেনরির কাছে নবম ওভারে বোল্ড হয়েছেন সৌম্য সরকার। ২৫ রান করেন তিনি ২৫ বল খেলে, তিনটি চার ছিল তার ইনিংসে। তার আউটে তামিমের সঙ্গে ৪৫ রানের উদ্বোধনী জুটি ভেঙেছে। ক্রিজে নামেন সাকিব আল হাসান। এর কিছুক্ষণ পর তামিম আউট হয়েছেন ২৪ রান করে। দলীয় রান তখন ওই ৬০।

গত চার ম্যাচে তিনটি হাফসেঞ্চুরি করা সৌম্য বিশ্বকাপ শুরু করেন ৪২ রানের ইনিংস খেলে। কিন্তু দ্বিতীয় ম্যাচে ইনিংস বেশিদূর টানতে পারলেন না এই ওপেনার। নবম ওভারে হেনরির তৃতীয় বলটি তার বাঁ পায়ে লেগে অফ স্টাম্পে আঘাত করে। তাতে আরেকটি আশা জাগানিয়া ইনিংসের সমাপ্তি হয়।

তামিম-সৌম্যর ব্যাটে সতর্ক শুরু:

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। ওপেনিং জুটিতে আছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। তৃতীয় বলেই বাউন্ডারি মারলেও সতর্ক শুরু করেন দুই ওপেনার।

ওভালে টস হেরে যায় বাংলাদেশ। প্রতিপক্ষ অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। দিবারাত্রির এই ম্যাচে আগে ব্যাট করছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারানো দলটি নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। আর শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ড শুরু করেছিল বিশ্বকাপ। তারাও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, বিটিভি, মাছরাঙা টেলিভিশন ও স্টার স্পোর্টস ১।

বাংলাদেশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, কলিন ‍মুনরো, রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।