দেবহাটা

পারুলিয়া সাপমারা খালের জমিতে দখল করে অবৈধ স্থাপনা : প্রশাসনের হস্তক্ষেপ কামনা

By Daily Satkhira

March 04, 2017

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার পারুলিয়া ব্রিজের পার্শ্বের সরকারি জমি দখল করে পুনরায় অবৈধ পাকা স্থাপনা শুরু হয়েছে। সরকারি খালগুলোর পানি চলাচলের বাধা অপসারণ করতে উপজেলার বিভিন্ন খালগুলো পুনরায় খনন করা হয়। তারই ধারাবাহিকতায় ২০১৬ সালে পারুলিয়া ও সখিপুর দুই ইউনিয়নের মিলনস্থল সাপমারা খালের পাড়ে অবৈধ ভাবে দখলদারিত্ব ভেঙ্গে দেয় প্রশাসন। সে সময়ের অভিযান কালে কাঁচা, পাকা ও আধাকাঁচা অবৈধ স্থাপনা সম্পূর্ণ সরিয়ে নেন দখলকারীরা। কিন্তু বর্তমানে উক্ত স্থানে পুনরায় অবৈধ ভাবে দখল করে স্থায়ী পাকা স্থাপনা গড়ে উঠতে শুরু করেছে। সাপমারা খালের পশ্চিমপার্শ্বে কংক্রিটের স্থাপনা শুরু করেছে পূর্বের জয়া ডিজিটাল ফটোস্ট্যাটের মালিক দেবাশিষ এবং মাংস ব্যবসায়ী কসাই সামসুর রহমান। এ বিষয়টি নিয়ে দেবাশিষের সাথে কথা বললে তিনি জানান, আমরা ইতিপূর্বে সরকারি জমিতে স্থাপনা করে নিজেদের মত ব্যবহার করতাম। কিন্তু ২০১৬ সালে যখন খাল খননের কাজ শুরু হয় তার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার সকল স্থাপনা ভেঙ্গে দিলে আমরা অন্যস্থানে ব্যবসা শুরু করি। তাছাড়া বর্তমান কোন ঝামেলা না থাকায় আমি জেলা আওয়ামীলীগের সভাপতির অনুমতি নিয়ে কাজ শুরু করেছি। অপরদিকে মাংস ব্যবসায়ী সামসুর জানান, আমি কিছু জানিনা আপনি দেবাশিষের সাথে কথা বলেন। আমি তাকে মাসে ৪০০-৫০০ টাকা ভাড়া দিয়ে উক্ত স্থাপনার একটি অংশ ব্যবহার করি। দেবাশিষ কিভাবে এতদিন সরকারি জমি ভোগদখল করে আসছে তার উত্তর দিতে পারেনি সামসুর। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদের কাছে জানতে চাইলে বলেন, দখলকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি বিষয়টি খুব দ্রুত দেখছি।