খেলা

রেকর্ড গড়া ৮ম ব্যাটসম্যানে অস্ট্রেলিয়ার ২৮৮

By Daily Satkhira

June 06, 2019

খেলার খবর: দলের বিপদের সময় ত্রাতা হয়ে এলেন লোয়ার অর্ডার ব্যাটসম্যান ন্যাথান কোল্টার-নাইল। ঝড় তুলে গড়লেন বিশ্বকাপে আট নম্বরে নেমে সর্বোচ্চ রানের কীর্তি। স্টিভেন স্মিথকে নিয়ে তার শত রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইয়ের পুঁজি গড়লো অস্ট্রেলিয়া। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বৃহস্পতিবার ৪৯ ওভারে ২৮৮ রানে করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের ছোবলে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। স্মিথের সঙ্গে অ্যালেক্স কেয়ারির জুটিতে শুরুর ধাক্কা সামাল দেয় তারা। রেকর্ড গড়া জুটিতে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন স্মিথ ও কোল্টার-নাইল। ক্যারিয়ারের প্রথম পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা কোল্টার-নাইল করেন ৯২ রান। গড়েন বিশ্বকাপে আট নম্বরে সর্বোচ্চ রানের কীর্তি। সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ২৮৮ (ওয়ার্নার ৩, ফিঞ্চ ৬, খাওয়াজা ১৩, স্মিথ ৭৩, ম্যাক্সওয়েল ০, স্টয়নিস ১৯, কেয়ারি ৪৫, কোল্টার-নাইল ৯২, কামিন্স ২, স্টার্ক ৮, জ্যাম্পা ০*; টমাস ১০-০-৬৩-২, কটরেল ৯-০-৫৬-২, রাসেল ৮-০-৪১-২, ব্র্যাথওয়েট ১০-০-৬৭-৩, হোল্ডার ৭-২-২৮-১, নার্স ৫-০-৩১-০)