ফিচার

সাতক্ষীরায় শহিদ কাজল ও খোকনের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

By Daily Satkhira

June 07, 2019

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ সমরে নিহত সাতক্ষীরার দুই বীর শহিদ, শামসুজ্জোহা খান কাজল ও নাজমুল আবেদিন খোকন এর ৪৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ জুন সাতক্ষীরার দেবহাটা সীমান্তের টাউন শ্রীপুরে পাকিস্তানিদের সাথে সম্মুখ যুদ্ধে প্রাণ ত্যাগ করেন সাতক্ষীরা শহরের পলাশপোলের দুই কৃতি সন্তান শহিদ শামসুজ্জোহা খান কাজল ও শহিদ নাজমুল আবেদিন খোকন। শুক্রবার সন্ধ্যায় পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে এই মহান দুই শহিদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি আজহারুল ইসলাম মুকলের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাবেক পিপি এ্যাড. ওসমান গণি, বিশিষ্ট সাহিত্যিক পল্টু বাসার, নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা সভাপতি এ্যাড. ফাহিমুল হক কিসলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মেহেদি আলী সুজয় প্রমুখ।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের পেশ ইমাম মো. শহিদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরবর্তী প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধে শহিদ কাজল ও শহিদ খোকনের আত্মত্যাগের কথা ছড়িয়ে দিতে হবে।