পাটকেলঘাটা

পাটকেলঘাটায় জমি লীজ না দেওয়ায় ৫জন জমির মালিককে কুপিয়ে জখম

By daily satkhira

June 07, 2019

নিজস্ব প্রতিবেদক : পাটকেলঘাটার ধানদিয়ায় জমি লীজ না দেওয়ায় ৩জন মহিলাসহ ৫জন জমির মালিককে কুপিয়ে ও পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় পাটকেলঘাটা থানার ধানদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ধানদিয়া এলাকার মৃত নিজাম উদ্দীনের পুত্র মুক্তিযোদ্ধা জুবারক মোড়ল, মৃত সমশেরের পুত্র লুৎফর রহমান, মহিদারের স্ত্রী নারগিস, রাজ্জাকের স্ত্রী রাজিয়া ও লুৎফর রহমানের স্ত্রী রিজিয়া খাতুন। ভুক্তভোগী জমি মালিকগণ জানান, লাভের আশায় গ্রামের সহজ সরল মানুষ ২০১৪ সালে ধানদিয়া কৃষ্ণনগর মৌজার জমি পাঁচবছর মেয়াদে লীজ দিয়েছিলাম একই এলাকার রেজাউল করিমের কাছে। কিন্তু রেজাউল তাদের পুরো টাকা এখনও পরিশোধ করেন নি। এমনকি জমির মালিকদের সাথে তিনি খারাপ ব্যবহার করছেন। এ কারণে আমরা তার কাছে দ্বিতীয় মেয়াদে জমি লীজ দিতে চায় না। ৩০ মে শেষ হবে রেজাউলের লীজের মেয়াদ। এর পর থেকে ওই জমিতে চিংড়ি চাষ করবেন এই শর্তে গ্রামবাসী অন্য ব্যক্তির নামে ১৫৫ বিঘা জমির বন্দোবস্ত দলিল করে দিয়েছি। রেজাউল ৩২ কাঠা জমির মালিক আফসার আলির জমির ওপর দিয়ে ক্যানাল কেটে নিয়ে গেলেও তাকে তার তিন বিঘা জমিতে ধান চাষ করতে দেননি। গত ১ বৈশাখ থেকে তাকে ঘের বুঝিয়ে দেওয়ার কথা। অথচ রেজাউল তা দেন নি। উপরন্তু তিনি নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। এ জের ধরে শুক্রবার সকালে রেজাউল করিমের নেতৃত্বে একই এলাকার ফয়জুদ্দিন মোড়লের পুত্র মোশাররফ হোসেন, বারিক মোড়ল, সোহরাব মোড়ল, জনৈক হাবু, সোহরাবের পুত্র হারুন ও কালাম, মাহবুরের পুত্র আরিজুল, নেছার মল্লিকের পুত্র সেকেন্দারসহ ১৫০ থেকে ২০০ জন ভাড়াটিয়া বাহিনী রাম দা, কুড়াল ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিকভাবে জমি মালিকদের উপর হামলা করে। এসময় তারা ৩জন মহিলাসহ ৫জন জমির মালিককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানের আহতদের অবস্থা আশংকা জনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। এ রিপোট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় পাটকেলঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে ভুক্তভোগীদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।