খেলার খবর: চলতি আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদেরকে অন্যতম ফেভারিট মনে করে স্বাগতিক ইংল্যান্ড। এর কারণও রয়েছে। বিশ্বকাপ শুরুর আগ থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে ইংলিশরা।
আজ শনিবার বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে সেই ফেভারিট ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। তবে ইংল্যান্ড যতই নিজেদেরকে ফেভারিট মনে করুক না কেন, একটি পরিসংখ্যানে এখনও সমানে সমান টাইগার ও ইংলিশরা।
পরিসংখ্যান বলছে, সবশেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ হেরেছে কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে।
অবশ্য ইংল্যান্ডের পরিসংখ্যান একই কথা বলছে। সবশেষ পাকিস্তানের সঙ্গে হার বাদ দিলে তারাও জয় পেয়েছে বাকি চারটি ম্যাচে।
এছাড়া এখন পর্যন্ত বিশ্বকাপের পয়েন্ট তালিকাতেও একই অবস্থানে রয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। দুটি করে ম্যাচ খেলে একটি করে জয় ও পরাজয়ের স্বাদ পেয়েছে উভয় দল।
এমন অবস্থায় আজ কার্ডিফে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও বাংলাদেশ।
কার্ডিফকে বরাবরই বাংলাদেশের জন্য সৌভাগ্যময় মাঠ হিসেবে দেখা হয়। যদিও চলতি বিশ্বকাপে এই মাঠে এখন পর্যন্ত দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আফগানিস্তান বনাম শ্রলীঙ্কার এবং নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা- ম্যাচ দুটি ছিল লো স্কোরিং। এই বিশ্বকাপে কার্ডিফে এ পর্যন্ত সর্বোচ্চ রান ২০১।