খেলা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ইংল্যান্ড ৬৭/০ (১০ ওভার)

By Daily Satkhira

June 08, 2019

খেলার খবর: ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। শুরুতে সমঝে খেললেও ক্রমেই খোলস ছেড়ে বেরিয়ে আসছেন দুই ইংলিশ ওপেনার। এই রিপোর্ট লেখার সময় ১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর কোন উইকেট না হারিয়ে ৬৭। বিাংলাদেশের পক্ষে বোলিংয়ের সূচনা করেনে সাকিব ও মাশরাফি।

কার্ডিফের ম্যাচে বাংলাদেশের একাদশে কোনও পরিবর্তন নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের একাদশ নিয়েই ইংল্যান্ডের মুখোমুখি টাইগাররা। একজন স্পিনার কমিয়ে রুবেল হোসেনের খেলার আলোচনা থাকলেও টিম ম্যানেজমেন্ট আগের একাদশেই আস্থা রেখেছে।

ইংল্যান্ডের একাদশে অবশ্য একটি পরিবর্তন আছে। পাকিস্তানের বিপক্ষে খেলা মঈন আলীকে বাইরে রেখে স্বাগতিকরা পেস বোলিংয়ের শক্তি বাড়িয়েছে লিয়াম প্লাঙ্কেটকে অন্তর্ভুক্ত করে।

২০০৫ সালের ১৮ জুন কার্ডিফের সোফিয়া গার্ডেনসে অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে হতবাক করে দিয়েছিল বাংলাদেশ। এখানেই দুই বছর আগে নিউজিল্যান্ডকে হারিয়ে আরও একবার রুপকথার জন্ম দেয় মাশরাফিরা। হার না মানার এই শহরে আরেকটি উৎসবের হাতছানি টাইগারদের সামনে।

ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আরও একটি জয় বাংলাদেশকে অনুপ্রাণিত করতে পারে। চার বছর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে অ্যাডিলেডে ইংলিশদের হারিয়েছিল বাংলাদেশ। রুবেল হোসেনের বোলিং তোপে ১৫ রানে জিতেছিল টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে ওই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়ার কৃতিত্ব দেখিয়েছিল বাংলাদেশ।

অ্যাডিলেডের প্রেরণার সঙ্গে সোফিয়া গার্ডেনসের দুই জয়ের সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ নিশ্চিত ভাবেই আত্মবিশ্বাসী। কার্ডিফে বাংলাদেশের সঙ্গে কাকতালীয়ভাবে দুটি বিষয় মিলে গেছে। একটি হলো জুন মাস, অন্যটি ৫ উইকেটের জয়। এখানে জয় পাওয়া দুটো ম্যাচই ছিল জুনে। আর ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের জয়ের পর ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতেও ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এবারের জুনেও ক্রিকেটদেবতা এমন কিছু ঘটাবেন না, কে বলতে পারে?

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার, মার্ক উড।