আশাশুনি

আশাশুনিতে দ্বি-বার্ষিক ব্রাক্ষণ সম্মেলন

By daily satkhira

June 08, 2019

আবু ছালেক : বাংলাদেশ ব্রাক্ষণ সংসদের মহাসচিব বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য বলেন, ব্রাক্ষণ সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদের নিয়মিত প্রশিক্ষণ ও গীতা পাঠের মধ্যদিয়ে ধর্মীয় শিক্ষায় পারাদর্শী হতে হবে। তাহলে এসমাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তিনি আরো বলেন, সম্প্রতি একশ্রেনির মানুষ আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে চলেছে। তাদের হুশিয়ারী করে তিনি বলেন, ব্রাক্ষণ পরিবারর উপর কোন ধরণের আঘাত আনার চেষ্টা করবেন না। যদি কেউ এমন অপচেষ্ঠা করেন তাদের বিরুদ্ধে ব্যব¯া গ্রহন করা হবে। তিনি গতকাল বিকালে বাংলাদশ ব্রাক্ষণ সংসদ সাতক্ষীরা জেলা শাখার আয়াজনে আশাশুনির কাপসন্ডা(গদাইপুর) সার্বজনীন জগদ্ধাত্রী মন্দির প্রাঙ্গনে সপ্তশতী গীতাযজ্ঞ(হামযজ্ঞ) ও দ্বি-বার্ষিক ব্রাক্ষণ সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ সাতক্ষীরা জেলার আহবায়ক করুণা কান্তি ব্যানার্জীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য বাখেন আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া আওয়ামীলীগের সভাপতি ও এমপি প্রতিনিধি সজল মুখার্জী,বাংলাদেশ ব্রাক্ষণ সংসদ কেদ্রীয় কমিটির প্রচার সম্পাদক তরুণ আচার্য, খুলনা জেলার সভাপতি গাপাল মূখার্জী,সাতক্ষীরা জলা প্রশিক্ষক সঞ্জয় চক্রবর্তী, জেলা মন্র ঐক্য ধর্মর সদস্য কিরণ চদ্র ভট্টাচার্য্য, শ্যামনগর উপজলার সমাজসবা অফিসার কিরণ চট্টাপাধ্যায়, শিক্ষক কষ্ণেদু মূখার্জী, এ ডি এস প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম। সাধারন সম্পাদক আবু ছালেক, সপ্তশতী গীতাযজ্ঞ ও দ্বি-বার্ষিক ব্রাক্ষণ সম্মলন মহাসচিব বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য বলেন ব্রাক্ষণ সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত কর গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার ব্রাক্ষনরা উপস্হিত ছিলেন,