কালিগঞ্জ

নলতায় ব্যবসায়ী ফজর আলীর পুত্র সুমন আর নেই

By daily satkhira

June 08, 2019

তরিকুল ইসলাম লাভলু :  সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা হাটখোলায় মেসার্স শামীম ট্রেডার্সের মালিক, বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী আলহাজ্জ মো.ফজর আলী সরদারের কনিষ্ঠ পুত্র মো. রাফিদুল ইসলাম সুমন (২৪) আর নেই।  সে ৭ জুন শুক্রবার দেবহাটা উপজেলার পারুলিয়ায় শ্বশুরবাড়ী থাকা অবস্থায় সন্ধ্যার দিকে হঠাৎ বুকে ব্যথা উঠলে স্থানীয়ভাবে চিকিৎসা শেষে কিছুটা ব্যথা কমে যায়। কিন্তু কিছু পরেই আবার বুকে ব্যথা শুরু হলে সুমনের শ্বশুর দেরী না করে সাথে সাথে গাড়ীতে করে সাতক্ষীরা ইসলামী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে(ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অপরিণত বয়সে একজন মিশুক স্বভাবের ছেলে সুমনের মৃত্যুর খবর পর্যায়ক্রমে তার আত্মীয়-স্বজন সহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছাঁয়া নেমে আসে। এদিকে ৮ জুন শনিবার সকাল ১০ টায় নলতা ইউপির কাশেমপুর গ্রামে স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে সুমনের আত্মীয়-স্বজন, বন্ধুমহল, প্রতিবেশীসহ নানা শ্রেণি-পেশার সহস্রাধিক মুসল্লির উপস্থিতিতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে সুমন ৩ মাস পূর্বে বিয়ে করা বিধবা স্ত্রী, পিতা-মাতা, ভাই শামীম, বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  আর সুমনের অকাল মৃত্যুতে নলতার সাংবাদিক মহল, ব্যবসায়ী শ্রেণি, ব্যাংকারগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ তথা বিভিন্ন মহল থেকে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।