প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার সদর উপজেলার বয়রখোলা (আখড়াখোলা বাজার সংলগ্ন) গ্রামের মোঃ ওসমান গণির মা মঞ্জুয়ারা ৬ দিন ধরে নিখোঁজ আছে। তার খোজ পেতে জেলার বিভিন্ন অঞ্চলে খুজে বেড়াচ্ছেন তার একমাত্র পুত্র মোঃ ওসমান গণি। কিন্তু তার জন্মদাতা মা কোথায় আছেন তা খুঁজে পাচ্ছেন না। ওসমান গণি জানান, বাড়ির কাউকে না জানিয়ে আখড়াখোলা বাজার থেকে ঈদের আগের দিন সাতক্ষীরার উদ্দেশে রওনা হয়। একটি ইজি বাইকে করে ঐ দিকে যেতে দেখে। পরে ঐ ইজি বাইক মালিক জানান, মঞ্জুয়ারাকে সাতক্ষীরা সদর থানার সামনে নামিয়ে দেয়া হয়। তারপর থেকে কোন খোঁজ নাই। পরনে ছিল লাল ছাপা রঙের ম্যাকসি মাথার চুল লাল। মঞ্জুয়ারা কথা বলতে পারেন না। তিনি বাক প্রতিবন্ধী। যদি কোন সহৃদয়বান তাহার কোন সন্ধান পেয়ে থাকেন বা এরূপ মহিলাকে দেখে থাকেন তাহলে তার পুত্র মো:ওসমান গনি, আখড়াখোলা বাজার, সদর উপজেলা সাতক্ষীরা (০১৭১৪৯০৫৬৮৫) নম্বরে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করেছেন।