শ্যামনগর

৭ লাখ টাকায় শ্যামনগর উপ‌জেলা ছাত্রলী‌গের ক‌মি‌টি দেয়ার অ‌ভি‌যোগ!

By daily satkhira

June 09, 2019

নিজস্ব প্রতিবেদক : সম্মেলন ছাড়াই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন এক কমিটি দিয়েছে জেলা ছাত্রলীগ। এ ঘটনায় পুরষ্কার হিসাবে নেতারা লাভ করেছে সাত লাখ টাকা। কমিটি ঘোষনার পরপরই প্রতিবাদ জানিয়ে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা মাঠে নেমে বিক্ষোভ মিছিল শুরু করেছেন।

সাতক্ষীরা-৪ আসনের সাংসদ জগলুল হায়দার বলেন, আমি উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের সভাপতি আমার কাছে নাম চেয়েছিলো, আমি ৫টি নাম দিয়েছি।অথচ আমার কোন ছেলের নাম নেই। যাদের কমিটি দিয়েছে তারা বিগত সংসদ নির্বাচন নেৌকার বিরোধীতা করেছিল। এছাড়া তারা কখনো ছাত্রলীগ করতো না। আমি মনে করি সম্মেলন ছাড়া এভাবে কমিটি দেওয়া নিন্দনীয়। শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজ জানান, একরামুল হক লায়েস ও তার নেতৃত্বাধীন আট সদস্যের কমিটির যাত্রা শুরু হয় ২০১৭ সালে। মেয়াদোত্তীর্ন হলেও কোন প্রকার নোটিশ না দিয়েই জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা ও সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান তাদের কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিলুপ্ত ঘোষনা করেন। গত ৭ জুন এই বিলুপ্তির সাথে সাথে সাগর মন্ডলকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান রনিকে সম্পাদক দেখিয়ে দুই সদস্যের কমিটি গঠন করেন তারা। উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের অন্ধকারে রেখে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। এ নিয়ে শ্যামনগরে গত দুই দিন ধরে চলছে প্রতিবাদ কর্মসূচি। তিনি অভিযোগ করে বলেন কথিত সভাপতি সাগর মন্ডল একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিরোধিতা করে ছাত্রলীগ আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা করেছিল। অপরদিকে ঘোষিত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি কখনও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল না। এই দুইজনের কাছ থেকে সাত লাখ টাকা ঘুষ নিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন গঠনতান্ত্রিক কোন নিয়ম না মেনেই কমিটি গঠনের বিরোধিতা করছি আমরা । অবৈধ কমিটি বাতিল না করা পর্যন্ত আমরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে যাবো। প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠন বিষয়ে জানতে চাইলে সদ্য গঠিত কমিটির সভাপতি সাগর মন্ডল বলেন জেলা ছাত্রলীগকে টাকা দেওয়ার অভিযোগ সত্য নয়। তিনি বলেন, সাবেক কমিটির সাধারন সম্পাদক সবুজ দুই বছরে ছাত্রলীগের কোন কর্মসূচি পালন করতে পারেননি। এছাড়া আগের কমিটির সভাপতি হাফিজুর রহমান হাফিজের বিরুদ্ধে মামলা রয়েছে এবং সেক্রেটারি সুজনের কোন ছাত্রত্ব নেই। এসব কারনে তারা মিলিত হয়ে বর্তমান কমিটির বিরুদ্ধে মিছিল সমাবেশ করছেন

০৯.০৬.২০১৯