এসএম বাচ্চু,তালা: তালায় গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল (রবিবার)উপজেলার জালালাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউ,পি সচিব এস,এম,রুবায়েত হোসেন এর সভাপতিত্বে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালি অনুষ্ঠিত হয়।উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ইউ,পি,চেয়ারম্যান এম মফিদুল হক(লিটু)।বিশেষ অতিথি হিসাবে সকল ইউ,পি সদস্য/সদস্যাসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ । এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গ্রাম আদালতের সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য স্থনীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়,ইউ এন ডি পি,ও ইউরোপিয়ান ইউনিয়ান এর সহযোগীতায় ওয়েভ ফাউন্ডেশন কতৃক বাস্তবায়নাধীন ৭৫০০০/ টাকার ভিতরে দেওয়ানি ও ফৌজদারি সকল বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালতে আসার জন্য সকলকে বলেন প্রধান অতিথি। তিনি আরও বলেন অল্প সময়ে স্বল্প খরচে গ্রাম গ্রাম আদালতে সেবা দেওয়া হয়।এখানে মামলার ফিস দেওয়ানি ২০ ফৌজদারি ১০”বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন ২য় পর্যায়” প্রকল্পের ভূমিকার ভূয়সী প্রসংসা করেন ।