সাতক্ষীরা

সাতক্ষীরায় ১১তম হাজী সম্মেলন অনুষ্ঠিত

By Daily Satkhira

March 04, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় প্রতি বছরের ন্যায় হাজী কল্যাণ সংস্থার উদ্যোগে ১১তম হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হাজী কল্যাণ সংস্থার আয়োজনে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টারে হাজী কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি শেখ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে ১১তম হাজী সম্মেলনের উদ্বোধন করে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, হাজীরা মক্কা-মনোরা তওয়াফ করে হজ্বব্রত পালন করে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। সমাজে হাজীদের গুরুত্ব অনেক বেশী। যারা সমাজে ইসলামের কথা বলে বিশৃঙ্খলা করে তাদেরকে সুপথে ফিরিয়ে আনতে কাজ করতে হবে। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন হাজী কল্যাণ সংস্থার উপদেষ্টা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু ও হাজী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ও দন্ত চিকিৎসক ডাঃ মো. আবুল কালাম বাবলা প্রমুখ। হাজী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নাজীর মাহমুদ। এ সম্মেলনে হজ্বের স্মৃতিচারণ, পরিচ্ছন্ন সমাজ গঠনে হাজীদের ভূমিকা ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।