সাতক্ষীরা

জাতির শ্রেষ্ঠ সন্তানদের দেশ প্রেম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ- এমপি রবি

By Daily Satkhira

March 06, 2017

নিজস্ব প্রতিবেদক : হাট-বাজারের আয়ের অর্থের ৪% আর্থিক অনুদানের টাকা অসুস্থ ও গরিব বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে চেক বিতরণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দুস্থ বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বাস গৃহ উপহারের চাবী হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, যে সব অকুতোভয় বীর সৈনিকরা প্রাণের মায়া ত্যাগ করে দেশ স্বাধীন করেছে তাদের ঋণ এ জাতি কি দিয়ে শোধ করবে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের দেশপ্রেম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে তলাবিহীন ঝুড়ির সেই বাংলাদেশ নিজের পায়ে মাথা উঁচু করে দাড়িয়েছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন (মশু), জেলা ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দীক, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, সদর উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম ও মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ। এ সময় ৪ জন অসুস্থ ও গরিব বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে নতুন বাস-গৃহের চাবী এবং ১শ’৫৫ জন অসুস্থ ও গরিব বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ৪ লক্ষ ৩৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম।