কলারোয়া

কলারোয়ায় পুলিশ সুপার আলতাফ হোসেন- নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে

By Daily Satkhira

March 06, 2017

নিজস্ব প্রতিবেদক : কলারোয়ায় পুলিশ সুপার আলতাফ হোসেন বলেছেন, সোমবার উপজেলা ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। কোন ব্যক্তি বা দল আইনশৃঙ্খলা বিঘিœত করার চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিহত করতে হবে। ভোট কেদ্রে ভোটার ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না। সরকারের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। কোন স্বজনপ্রীতি দেখানো যাবে না। রোববার সকাল ১০ টায় পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দায়িত্বরত সকল পুলিশ সদস্যের এক নিদের্শনামূলক সভায় প্রথান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক, সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা পারভীন, সহকারী পুলিশ সুপার তালা সার্কেল আতিকুল হক, সহকারী পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল সালাউদ্দিন, হেড কোয়ার্টার এএসপি হুমায়ুন কবীর প্রমুখ। উল্লেখ্য, কলারোয়া উপজেলার পৌরসভা ও ১২টি ইউনিয়নের ৬৭ টি কেন্দ্রে ১ লাখ ৮২ হাজার ২২৯ জন  ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৯ হাজার ৭৯৬ জন এবং নারী ভোটার সংখ্যা ৯২হাজার ৪৩৩ জন। আজ সোমবার সকাল ৮ টা থেকে বিরামহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত  ভোট গ্রহণ চলবে।