শ্যামনগর

শ্যামনগরে বসতঘরে অগ্নিসংযোগ

By daily satkhira

June 12, 2019

নিজস্ব প্রতিবেদক : শ্যামনগরের কাশিমাড়ীর ইউনিয়নের মধ্য গোবিন্দপুরে একটি পরিবারকে উচ্ছেদ করতে ঘরে আগুর দিয়ে মূল্যবান জিনিসপত্র ভষ্মিভূত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি দায়ের করেন আল-আমীনের স্ত্রী আসমাউল হুসনা রুপা। শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে প্রকাশ, গত ১১ জুন দিনগত রাত আনুঃ ২ টার দিকে আল-আমীনের বসত ভিটায় সেমিপাকা ঘরে দুষ্কৃতিকারীরা আগুন দেয়। আগুনে ঘরের ছাউনি ও মূল্যবান জিনিস পত্রাদী পুড়ে ভষ্মিভূত হয়। বেলা ১ টার দিকে তাদের বাড়িতে ইট পাটকেল নিক্ষেপের পর এ ঘটনা রাত্রে ঘটে। আল-আমীনের ২য় স্ত্রী আসমিন আরা মামলায় গত ১১ জুন আল-আমীনকে পুলিশ আটক করলে ১ম স্ত্রী রুপা শ্যামনগর থানায় আসেন। এ সময় তাদের ৩ নাবালেক শিশুকে বাড়িতে থাকা অবস্থায় ভীতি প্রদর্শন করতে বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। ভয়ে আতংকে শিশুদের আত্ম চিৎকারে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করেন। আল-আমীনের ২য় স্ত্রী আসমিন আরা ১ম স্বামী হরিনগরের রহিমের ঔরশের ১ টি ছেলে সন্তান নিয়ে স্বামী পরিত্যাক্তা হন। পরবর্তীতে আল-আমীনের সাথে সামাজিকভাবে আসমিন আরা ২য় বিবাহ অন্তে ৮ মাস বয়সী ১ কন্যা সন্তান হয়। আলআমীনের সাথে আসমিন আরা পারিবারিক বিরোধে গন্যমান্য ব্যক্তিদের অসম্মতিতে অভিমান করে আসমিন আরা পিত্রালয়ে চলে যান, গিয়ে মামলা করেন। এ মামলায় তার স্বামী আলআমীনকে জেল হাজতে প্রেরণ করা হয়। আসমিন আরা পিত্রালয় তার স্বামীর বাড়ির সংলগ্ন থাকায় একই এলাকার অহাব পেয়াদা, আকবর আলী, আবু পেয়াদা, আশাউল ইসলাম, আনিছুর, মনিরুল, তরিকুল, আমিনা সহ তাদের সহযোগীতায় আসমিনারার সহযোগী হিসেবে কাজ করে রুপার উপরে নির্যাতন চলে আসছিল। সে নির্যাতনে স্বামীহারা করতে তাদের সহায়তায় তার স্বামীকে অন্যায়ভাবে কারাবরন করতে হচ্ছে। রুপাকে এ সংসার থেকে বিতাড়িত করতে বিভিন্ন ষড়যন্ত্র, মামলার ভীতি, খুন, জখম, অপহরণ সহ নানাবিধ হুমকিতে বর্তমানে ৩ সন্তানের জননী রুপাকে ঘরছাড়া করতে অপতৎপরতা করা হচ্ছে। বসতবাড়ির অগ্নি সংযোগ ও মালামাল ক্ষতি সাধন সে চক্রের কৌশল হতে পারে বলে রুপা জানান। রুপা ও তার ৩ নাবালক সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।