সাতক্ষীরা

ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতার দণ্ড

By Daily Satkhira

March 06, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় দুই গাঁজা  ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল রোববার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত গাঁজা ব্যবসায়ী হলেন, উত্তর কাটিয়া গ্রামের মো: নূর আহমেদ এর ছেলে মো: ফারুক হোসেন (৩৭)। রোববার সকাল সাড়ে ১০টায় কাটিয়া রেজিস্ট্রি পাড়াস্থ আসামির বাড়ির সামনে থেকে সদর থানার এসআই রাজ আহমেদসহ সঙ্গীয় ফোর্স তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর হোসেন সজল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০’র ২৬ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ৩ মাসের কারাদ- প্রদান করেন। অপরদিকে রোববার দুপুরে সাতক্ষীরা কাস্টমস গোডাউনের সামনে থেকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস.আই বিজয় কুমার মজুমদার সহ সঙ্গীয় ফোর্স সদর উপজেলার বিনেরপোতা গ্রামের পঞ্চরাম সরকার ছেলে গোবিন্দ সরকার (৫৮) কে আটক করে। এসময় তার কাছ থেকে ১শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর হোসেন সজল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০’র ২৬ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।