আশাশুনি

শ্রীউলায় গ্রাম বাংলার ঐতিহ্য কাবাডি খেলায় খোলার আঁটি দক্ষিণপাড়া চ্যাম্পিয়ন

By daily satkhira

June 12, 2019

নিজস্ব প্রতিবেদক : শ্রীউলায় গ্রাম বাংলার ঐতিহ্য কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কালিমাখালী নুরজাহান মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন খোলার আঁটি দক্ষিণপাড়া ও খোলার আঁটি উত্তরপাড়া। ৮০ পয়েন্টের খেলায় ৫ পয়েন্টের ব্যবধানে খোলার আঁটি দক্ষিণপাড়া চ্যাম্পিয়ন হয়। শ্রীউলা ইউনিয়ন যুবলীগের আয়োজনে এবং অধ্যাপক ডাঃ আফম রুহুল হক পাঠাগারের সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, আশাশুনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু। শ্রীউলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্রীউলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন লাকি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শামীমুজ্জামান পলাশ, শ্রীউলা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু হাসান, কালিমাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমান, মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক পরিমল মন্ডল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, গোপাল কুমার মিঠু ও মতিয়ার রহমান।