দেবহাটা

পারুলিয়ায় সরকারি জায়গায় ঘর নির্মাণের অভিযোগ

By daily satkhira

June 13, 2019

কে,এম,রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটার পারুলিয়ায় সরকারি জায়গায় পাঁকা ড্রেন ভেঙ্গে পাঁকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জলাবদ্ধতা বাংলাদেশে একটি বড় সমস্যা। বর্তমান সরকার জলাবদ্ধতা নিরাসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। এরই ধারাবাহিকতায় উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় পানি নিষ্কাশনের জন্য পারুলিয়া বাসস্টান্ডের উত্তর পাশে^ ইউপি চেয়ারম্যানের বাড়ির পথে কালভার্ট সংলগ্ন রাস্তার ধারে একটি পাঁকা ড্রেণ নির্মাণ করা হয়। কোন কিছুর তোয়াক্কা না করে পাঁকা ড্রেনটি ভেঙ্গে দিনে দুপুরেই ভবন নির্মাণ করার পায়তারা করছে ঐ এলাকার দুই সহোদর ভাই। স্থানীয় সূত্রে জানাযায়, দক্ষিণ পারুলিয়া গ্রামের জোহর আলীর পুত্র আয়রুল ইসলাম ও আজহারুল ইসলাম নামের দুই সহোদর ভাই পাঁকা ড্রেনটির দুই পাশে দশ থেকে পনের হাত জুড়ে ভেঙ্গে ফেলে। আর দিনে দুপুরেই অনেক গুলো মিস্ত্রি দিয়ে সরকারী খাস জায়গা সহ ড্রেনটি ভরাট করে পাঁকা কংক্রিট ভবন নির্মাণ কাজ শুরু করে। বিষয়টি স্থানীয়দের বাধার মুখে ড্রেনটি পুনঃরায় নির্মান করবে বলে জানালেও সরকারি খাস জমিতে পিলার দিয়ে দেদারছে চালিয়ে যাচ্ছে ভবন নির্মানের কাজ। এব্যাপারে আজহারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, উক্ত জায়গাটিতে আমাদের দোকান ঘর ছিল। আমরা পূর্বের জায়গায় নতুন করে ঘর নির্মান কর…