কালিগঞ্জ

নলতায় উত্তরণ অফিসে প্রশিক্ষণ কর্মশালা

By daily satkhira

June 13, 2019

তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার উত্তরণ অফিসে ইউ কে এইডের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গত বুধ ও বৃহস্পতিবার ২দিন ব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর ক্ষমতায়ণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় নারী-পুরুষের অবস্থান, নারীর অধঃস্থনতা, নারী-পুরুষের মধ্যে বিরাজমান বৈষম্যের কারণ, পিতৃত্ব ও সামাজিকীকরণ প্রক্রিয়া, জেন্ডার ধারণাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় সহায়ক হিসেবে ছিলেন, উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্পের নলতা সেন্টারের ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান, কালিগঞ্জ ভুমি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা খাসজমি ও জলমহল মৎস্যজীবির প্রতিনিধি মোঃ আবুল হোসেন, উত্তরণ সাতক্ষীরা অফিসের সেন্টার ম্যানেজার সেলিম আহমে, সহকারী হিসাব রক্ষক আঃ রহমান, এফ ও সঞ্জীব কুমার মন্ডলসহ প্রাথমিক ৩০টি সংগঠনের সদস্য অংশগ্রহন করেন।