নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরে এবার এক সাংবাদিককে ইট দিয়ে মেরে মাথা থেতলে দেয়ার অভিযোগ উঠেছে আগরদাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর ছোট খোকন। অজ্ঞান অবস্থায় এলাকাবাসী সাংবাদিককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। আজ সোমবার সকাল ৮ টার দিকে সদরের কাশেম পুরে এ ঘটনাটি ঘটে। সাংবাদিকের নাম সেলিম হোসেন(৩৫)। সে সাতক্ষীরা হতে প্রকাশিত দৈনিক কালের চিত্র ও যশোর হতে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকার সাতক্ষীরা সদর প্রতিনিধি হিসেবে কাজ করছে। সাংবাদিক সেলিম হোসেন জানান, ”মেম্বরের বিরুদ্ধে আজ বিভিন্ন পত্রিকায় মেম্বর ছোট খোকনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে ছোট খোকন ও তার ভাই জাহাঙ্গীর হোসেন রাস্তায় আমাকে একা পেয়ে পারপিট শুরু করে। এক পর্যায়ে তারা ইট দিয়ে আমার মাথায় আঘাত করে। এর পর কি হয়েছে তা আমি জানিনা।” আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি বলেন, ‘সাংবাদিক সেলিমের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলা কারীকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি’। তিনি আরো বলেন, ‘যদি আমার কোন সাহায্যের প্রয়োজন হয় তবে আমাকে জানালে আমি সার্বিকভাবে সাহায্য করবো।’ এ বিষয়ে ইউপি সদস্য ছোট খোকন বলেন, ”আমি কাউকে মারিনি, আমার সাথে কারও কোন গোলযোগও নেই।” তিনি সাংবাদিক সেলিমকে চেনেন না বলেও দাবি করেন।