জাতীয়

বাজেটে বাস্তবতার প্রতিফলন নেই: সিপিডি

By Daily Satkhira

June 14, 2019

দেশের খবর: ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে দেশের প্রকৃত অবস্থার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

গতকাল (১৩ জুন) দুপুরে বাজেট পেশের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংস্থাটির ডিস্টিংগুইশড ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “আমাদের অর্থমন্ত্রী বাজেটটিকে বাস্তবসম্মত করার চেষ্টা করেছিলেন কিন্তু, নির্দিষ্ট করে বাস্তবতার কোনো প্রতিফলন এতে ঘটেনি।”

তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও উচ্চাশার কথা বাজেটে উল্লেখ করা হলেও সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে সুনির্দিষ্ট করে কোনো কিছু বলা হয়নি।

দেশের ব্যাংকিং খাতে ক্যান্সার ছড়িয়ে পড়ছে কিন্তু, সেই পরিস্থিতি মোকাবিলা করার বিষয়ে কোনো দিকনির্দেশনা নেই।

ব্যাংকিং কমিশনের কথা প্রস্তাবিত বাজেটে বলা হলেও তা কখন, কোথায় কীভাবে গঠন করা হবে সে বিষয়েও কিছু বলা হয়নি বলেও মন্তব্য করেন দেবপ্রিয়।

এছাড়াও, প্রস্তাবিত বাজেটটি ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ীও হয়নি বলেও তিনি মনে করেন।

আজ (১৪ জুন) সকাল ১১টার দিকে সিপিডির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।