আশাশুনি

আশাশুনির কেয়ারগাতি নদী ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করলেন ইউএনও

By daily satkhira

June 14, 2019

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের কেয়ারগাতি নদী ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তিনি এ পরিদর্শন করেন। নদীর প্রবল জোয়ারের চাপে কিছুদিন পূর্বে কেয়ারগাতি খেয়াঘাট সংলগ্ন স্থানে ভাঙ্গন দেখা দেয়। এঘটনায় মরিচ্চাপ নদীতে কেয়ারগাতি এলাকা বিলিন হওয়ার আশঙ্কায় নির্ঘুম কাটাচ্ছে স্থানীয়রা। যেন কোন সময় পানি উন্নয়ন বোর্ডের বাধঁটি ভেঙ্গে কেয়ারগাতি ও গোয়ালডাঙ্গা এলাকা বিলিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি জানতে পেরে শুক্রবার সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হকের প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল নদী ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেন। এদিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, বদড়ল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জগদীশ চন্দ্র সানা, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি সুব্রত দাশ, শেখ বাদশা, সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, সদস্য এস এম শাহীন আলম, আওয়ামীলীগ নেতা আল মাহমুদ টেক্কা প্রমুখ ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন ভাঙ্গন কবলিত এলাকায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অতিদ্রুত উক্তস্থানে সংস্কারের কাজ শুরু হবে।