কলারোয়া

কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচনের ভোটের পরিসংখ্যান

By Daily Satkhira

March 07, 2017

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আরাফাত হোসেন। তিনি ৭ হাজার ২’শ ২৪ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদাকে পরাজিত করেন। রিটার্নিং অফিসার ও সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার এ.এইচ.এম. কামরুল হাসান স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলের চূড়ান্ত বার্তা শিটে জানানো হয়- আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরাফাত হোসেন (এইচ.এম.আরাফাত) পেয়েছেন ৩৯ হাজার ৪’শ ৯১ ভোট। স্বতন্ত্র প্রার্থী কাজী আসাদুজ্জামান (উড়োজাহাজ প্রতীক) পেয়েছেন ৩২ হাজার ২’ ৬৭ ভোট। ফলে ৭হাজার ২’শ ২৪ ভোটের ব্যবধানে আরাফাত হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭৩ হাজার ৯১ ভোট। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৭১ হাজার ৭ শত ৫৮ ও বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৩’শ ৩৩ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৪০.১০%। অর্থাৎ মোট ভোটারের প্রায় ৬০ শতাংশ ভোট দেননি। উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ৬৭টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ১লাখ ৮২ হাজার ২’শ ২৯জন। ৬ মার্চ সোমবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত নগণ্য। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও কিছুটা বাড়তে থাকে। সরেজমিন গিয়ে বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটারদের কোন লাইন চোখে পড়েনি। সকাল থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও ফলাফল ঘোষণার পর উপজেলার বুঝতলা বাজার, গয়ড়া বাজার সহ কয়েকটি বাজারে বিজয় মিছিল থেকে মৃদু হামলা ও সংঘর্ষের খবর সংবাদকর্মীদের কাছে আসতে থাকে। তবে শেষ বিকেলে উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের রামকৃষ্ণপুর কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এক পুলিশ সদস্য আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার বেশ কয়েকটি এলাকায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল বলে স্থানীয় সূত্রগুলো আরো জানায়। গত পৌরসভা নির্বাচনে কলারোয়া পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করায় তৎকালীন উপজেলা ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। সেই কারণে দীর্ঘ কয়েক মাস পর শুণ্য ওই পদের উপ-নির্বাচন ৬মার্চ অনুষ্ঠিত হলো। কলারোয়া উপজেলা আ.লীগের প্রকাশ্য দু’টি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু গ্রুপের প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদাকে পরাজিত করে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন দলটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন গ্রুপের প্রার্থী দলের জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক ও কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন। উপজেলার ৬৭ টি কেন্দ্রের ভোটের পরিসংখ্যান: নির্বাচনের কন্ট্রোলরুম সূত্রে জানায়- সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসার কর্তৃক সরবরাহকৃত গণনার ফলাফল নিন্মে তুলে ধরা হলো : কলারোয়া পৌরসভা: তুলশীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪১১৩ জন, সেখানে নৌকা প্রতীক পেয়েছে ৮৭০ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৪০১ ভোট। কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৬৫১ জন, সেখানে নৌকা প্রতীক পেয়েছে ৮৯৮ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ১৩৫ ভোট। কলারোয়া পাইলট হাইস্কুল কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৭৯৪ জন, সেখানে নৌকা প্রতীক পেয়েছে ৪১৯ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ১০১ ভোট। ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩৪৭৯ জন, সেখানে নৌকা প্রতীক পেয়েছে ৯৬৩ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৪৪২ ভোট। গোপিনাথপুর কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৪৪৪ জন, সেখানে নৌকা প্রতীক পেয়েছে ৬১৭ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৩৯৯ ভোট। মুরারীকাটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৬২৩ জন, সেখানে নৌকা প্রতীক পেয়েছে ৫২৬ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৮৪০ ভোট। শ্রীপতিপুর কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩৭৫৬ জন, নৌকা প্রতীক পেয়েছে ৯৩১ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৭৯২ ভোট। ১নং জয়নগর ইউনিয়ন : রামকৃষ্ণপুর কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৮৫৮ জন, সেখানে নৌকা প্রতীক পেয়েছে ৮৫২ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ১১৯ ভোট। বসন্তপুর কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৪৮৭ জন, নৌকা প্রতীক পেয়েছে ৬২৪ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৩২৫ ভোট। খোরদো বাটরা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৭৬৭ জন, নৌকা প্রতীক পেয়েছে ৬১৯ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৩৫০ ভোট। ধানদিয়া কেন্দ্রের ভোটার সংখ্যা ২০৬৬ জন, নৌকা প্রতীক পেয়েছে ৩৮২ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ১৫৩ ভোট। জয়নগর কেন্দ্রের ভোটার সংখ্যা ১৭৪৫ জন, নৌকা প্রতীক পেয়েছে ৪৩৮ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৩৫০ ভোট। ২নং জালালাবাদ ইউনিয়ন : সিংহলাল কেন্দ্রের ভোটার সংখ্যা ২১৬১ জন, নৌকা প্রতীক পেয়েছে ৫৪৭ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৪০৭ ভোট। বৈদ্যপুর কেন্দ্রের ভোটার সংখ্যা ১৪১৯ জন, নৌকা প্রতীক পেয়েছে ৪০৮ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৩৬৬ ভোট। জালালাবাদ কেন্দ্রের ভোটার সংখ্যা ২৮৭৩ জন, নৌকা প্রতীক পেয়েছে ৭৪৬ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৮১৭ ভোট। নারায়ণপুর কেন্দ্রের ভোটার সংখ্যা ১৩০১ জন, নৌকা প্রতীক পেয়েছে ৩৩৯ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ২০৬ ভোট। বাটরা কেন্দ্রের ভোটার সংখ্যা ২৬০৪ জন, নৌকা প্রতীক পেয়েছে ৫৭৩ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৬৫৭ ভোট। ৩নং কয়লা ইউনিয়ন : বুইতা কেন্দ্রের ভোটার সংখ্যা ২৭৯৮ জন, নৌকা প্রতীক পেয়েছে ৮৪১ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৪৬৫ ভোট। আলাইপুর কেন্দ্রের ভোটার সংখ্যা ২২৮৭ জন, নৌকা প্রতীক পেয়েছে ৭২৬ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ১৯২ ভোট। কয়লা কেন্দ্রের ভোটার সংখ্যা ৪০৮৮ জন, নৌকা প্রতীক পেয়েছে ১১৮০ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৭০৮ ভোট। ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন : খাসপুর কেন্দ্রের ভোটার সংখ্যা ৩১৪৩ জন, নৌকা প্রতীক পেয়েছে ৭৮৫ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৬৩২ ভোট। শাহপুর কেন্দ্রের ভোটার সংখ্যা ২০৯৪ জন, নৌকা প্রতীক পেয়েছে ৫৫৬ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৫৮১ ভোট। লাঙ্গলঝাড়া কেন্দ্রের ভোটার সংখ্যা ২৯৬৭ জন, নৌকা প্রতীক পেয়েছে ৬০৭ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৭৬৯ ভোট। ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন : কেঁড়াগাছি কেন্দ্রের ভোটার সংখ্যা ২৯২৩ জন, নৌকা প্রতীক পেয়েছে ৪৮৩ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৭৬৮ ভোট। কাকডাঙ্গা কেন্দ্রের ভোটার সংখ্যা ২৮৬৮ জন, নৌকা প্রতীক পেয়েছে ২৭৫ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৮২৭ ভোট। বোয়ালিয়া কেন্দ্রের ভোটার সংখ্যা ৩৮২৩ জন, নৌকা প্রতীক পেয়েছে ৯৫৯ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৪৯৬ ভোট। পাঁচপোতা কেন্দ্রের ভোটার সংখ্যা ১৬৭৩ জন, নৌকা প্রতীক পেয়েছে ৪৯৭ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৪৩৯ ভোট। হঠাৎগঞ্জ কেন্দ্রের ভোটার সংখ্যা ৩২৬৯ জন, নৌকা প্রতীক পেয়েছে ৬৩২ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৫৩২ ভোট। গোয়ালচাতর কেন্দ্রের ভোটার সংখ্যা ১৮৬২ জন, নৌকা প্রতীক পেয়েছে ৩৬৫ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৪২২ ভোট। ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন : ভাদিয়ালী কেন্দ্রের ভোটার সংখ্যা ৪০৫৫ জন, নৌকা প্রতীক পেয়েছে ৮৮৯ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৬৫৫ ভোট। রামকৃষ্ণপুর কেন্দ্রের ভোটার সংখ্যা ২০৪১ জন, নৌকা প্রতীক পেয়েছে ৪৭২ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৬৫২ ভোট। সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার সংখ্যা ৩৫৮২ জন, নৌকা প্রতীক পেয়েছে ৮০১ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৮১২ ভোট। সোনাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার সংখ্যা ২৬১৬ জন, নৌকা প্রতীক পেয়েছে ৩৮১ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৪৬৫ ভোট। বড়ালী কেন্দ্রের ভোটার সংখ্যা ২১৯০ জন, নৌকা প্রতীক পেয়েছে ৫২৮ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৬৫৩ ভোট। রাজপুর কেন্দ্রের ভোটার সংখ্যা ১৫৮৯ জন, নৌকা প্রতীক পেয়েছে ৩৮১ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ২৮৪ ভোট। ৭নং চন্দনপুর ইউনিয়ন : চন্দনপুর কেন্দ্রের ভোটার সংখ্যা ৪২৩০ জন, নৌকা প্রতীক পেয়েছে ৪৭৭ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৮৩৮ ভোট। চান্দুড়িয়া কেন্দ্রের ভোটার সংখ্যা ৩৮১৯ জন, নৌকা প্রতীক পেয়েছে ৬৪১ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ১২৩১ ভোট। হিজলদী কেন্দ্রের ভোটার সংখ্যা ২৯১২ জন, নৌকা প্রতীক পেয়েছে ৫৩৯ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৯০৬ ভোট। সুলতানপুর কেন্দ্রের ভোটার সংখ্যা ২১১৭ জন, নৌকা প্রতীক পেয়েছে ৩৪৫ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ২২৫ ভোট। বয়ারডাঙ্গা কেন্দ্রের ভোটার সংখ্যা ৩৯৬৩ জন, নৌকা প্রতীক পেয়েছে ৮০৮ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ১২৭২ ভোট। নাথপুর কেন্দ্রের ভোটার সংখ্যা ১২৪০ জন, নৌকা প্রতীক পেয়েছে ৪০৩ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ২১০ ভোট। মদনপুর কেন্দ্রের ভোটার সংখ্যা ১০২৮ জন, নৌকা প্রতীক পেয়েছে ১৬৬ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ২৪০ ভোট। ৮নং কেরালকাতা ইউনিয়ন : ইলিশপুর কেন্দ্রের ভোটার সংখ্যা ৪৩৮৪ জন, নৌকা প্রতীক পেয়েছে ১০৯০ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৪৫৪ ভোট। কেরালকাতা কেন্দ্রের ভোটার সংখ্যা ৩৪১৭ জন, নৌকা প্রতীক পেয়েছে ৮৪২ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৫৩৬ ভোট। নাকিলা কেন্দ্রের ভোটার সংখ্যা ২৯৪০ জন, নৌকা প্রতীক পেয়েছে ৭৯৫ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৬৩৬ ভোট। বলিয়ানপুর কেন্দ্রের ভোটার সংখ্যা ২৬৯৯ জন, নৌকা প্রতীক পেয়েছে ৮৩৭ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ২৯৭ ভোট। সিংগা কেন্দ্রের ভোটার সংখ্যা ৩১৮৪ জন, নৌকা প্রতীক পেয়েছে ৮৭৫ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ১০৯ ভোট। ৯নং হেলাতলা ইউনিয়ন : হেলাতলা কেন্দ্রের ভোটার সংখ্যা ৩৭৪৪ জন, নৌকা প্রতীক পেয়েছে ৪৮৭ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৭৪৩ ভোট। রঘুনাথপুর কেন্দ্রের ভোটার সংখ্যা ৪৬১৬ জন, নৌকা প্রতীক পেয়েছে ৭২৮ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৮৩৭ ভোট। দামোদরকাটি কেন্দ্রের ভোটার সংখ্যা ২৮৬৯ জন, নৌকা প্রতীক পেয়েছে ৭২৬ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৪০০ ভোট। ঝাপাঘাট কেন্দ্রের ভোটার সংখ্যা ১৭৯০ জন, নৌকা প্রতীক পেয়েছে ৪৪১ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ২৩২ ভোট। হেলাতলা প্রাইমারি স্কুল কেন্দ্রের ভোটার সংখ্যা ২৫৪১ জন, নৌকা প্রতীক পেয়েছে ৭১৪ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ১৩৬ ভোট। ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন : পানিকাউরিয়া হাইস্কুল কেন্দ্রের ভোটার সংখ্যা ২৪৬৫জন, নৌকা প্রতীক পেয়েছে ৫৯১ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৭০৫ ভোট। পানিকাউরিয়া প্রাইমারি স্কুল কেন্দ্রের ভোটার সংখ্যা ১৯২২ জন, নৌকা প্রতীক পেয়েছে ২৪১ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৫৪৩ ভোট। কুশোডাঙ্গা কেন্দ্রের ভোটার সংখ্যা ৩৮০৪ জন, নৌকা প্রতীক পেয়েছে ৩৭৮ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ১০৭১ ভোট। কলাটুপি কেন্দ্রের ভোটার সংখ্যা ১৭৩৫ জন, নৌকা প্রতীক পেয়েছে ৪৩৫ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ১৭০ ভোট। রায়টা কেন্দ্রের ভোটার সংখ্যা ৩০৫৯জন, নৌকা প্রতীক পেয়েছে ৩৮৯ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৫৮৯ ভোট। ১১নং দেয়াড়া ইউনিয়ন : ছলিমপুর কেন্দ্রের ভোটার সংখ্যা ২৫১৪ জন, নৌকা প্রতীক পেয়েছে ৩০৬ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ১৫০ ভোট। খোরদো হাইস্কুল কেন্দ্রের ভোটার সংখ্যা ২৪৮৪ জন, নৌকা প্রতীক পেয়েছে ৩৫৩ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ১০৭ ভোট। খোরদো প্রাইমারি স্কুল কেন্দ্রের ভোটার সংখ্যা ২৫৮৪ জন, নৌকা প্রতীক পেয়েছে ১১৯ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৭৫ ভোট। খোরদো-পাকুড়িয়া কেন্দ্রের ভোটার সংখ্যা ২৭৬৮জন, নৌকা প্রতীক পেয়েছে ৪৪০ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ১৭৩ ভোট। দেয়াড়া কেন্দ্রের ভোটার সংখ্যা ২৮৪৬ জন, নৌকা প্রতীক পেয়েছে ৩৫০ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ২৪৪ ভোট। ১২নং যুগিখালী ইউনিয়ন : কাশিয়াডাঙ্গা কেন্দ্রের ভোটার সংখ্যা ২২২০ জন, নৌকা প্রতীক পেয়েছে ৫০৫ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ২৩৭ ভোট। যুগিখালী কেন্দ্রের ভোটার সংখ্যা ৩০৯৭ জন, নৌকা প্রতীক পেয়েছে ৬৫৯ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৭৪০ ভোট। কামারালী কেন্দ্রের ভোটার সংখ্যা ২৪৮৮ জন, নৌকা প্রতীক পেয়েছে ৭২৯ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ৪০৩ ভোট। বামনখালী কেন্দ্রের ভোটার সংখ্যা ৩০৮৬ জন, নৌকা প্রতীক পেয়েছে ৭৯৫ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ২৭১ ভোট। ওফাপুর কেন্দ্রের ভোটার সংখ্যা ২৫৮৪ জন, নৌকা প্রতীক পেয়েছে ৫৭৭ ভোট ও উড়োজাহাজ প্রতীক পেয়েছে ২৭২ ভোট।