রাজনীতি

সংসদ অবৈধ হলে কেন এসেছেন, প্রশ্ন মতিয়ার

By Daily Satkhira

June 16, 2019

রাজনীতির খবর: একদিকে বলবেন সংসদ অবৈধ। অন্যদিকে সংসদ সদস্য হিসেবে সংসদে আসছেন। আবার সংসদের সকল সুযোগ-সুবিধাও ভোগ করছেন। সংসদ যদি অবৈধ হয়, তাহলে কেন এসেছেন।

রোববার (১৬ জুন) জাতীয় সংসদের ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্যদের কাছে এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

মতিয়া চৌধুরী বলেন, দেশের উন্নয়ন কেউ কেউ দেখে না। তারা উন্নয়নযজ্ঞ না দেখলেও দেশের জনগণের কিছু আসে যায় না। দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আরও এগিয়ে যাবে।

সম্পূরক বাজেট সর্ম্পকে তিনি বলেন, আমি যখন কৃষিমন্ত্রী ছিলাম কিছুটা কিপটা, তাই খরচ কমিয়ে করেছি। কিন্তু বিজ্ঞানচর্চায় খরচের কোনো কমতি ছিল না।

তিনি আরও বলেন, আদমজী জুট মিলটি বন্ধ করে দিয়েছিল, জুট মিলগুলোর অবস্থা ভালো না। জুট মিলগুলোকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী কাজ করছেন। উন্নয়ন কাজে টাকা যদি বেশি খরচ হয়ে যায় আমি সেটা অন্যায় মনে করি না।